Logo Logo

নির্বাচন ঘিরে গোপালগঞ্জ–যশোরে বিজিবির কড়া নিরাপত্তা, মোতায়েন ৩০.৭ প্লাটুন


Splash Image

ছবি সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬কে সামনে রেখে গোপালগঞ্জ ও যশোর জেলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন উপলক্ষে একটি প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। প্রেস ব্রিফিংয়ে নির্বাচনকালীন সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবির প্রস্তুতি, দায়িত্ব ও করণীয় বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরা হয়।


বিজ্ঞাপন


প্রেস ব্রিফিংয়ে বক্তব্য রাখেন যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী, এসপিপি, পিবিজিএম, পিএসসি। তিনি বলেন, সীমান্ত সুরক্ষা, চোরাচালান প্রতিরোধ, অভ্যন্তরীণ আইন-শৃঙ্খলা রক্ষা এবং জনকল্যাণমূলক কার্যক্রমে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে অর্পিত দায়িত্ব পালনে বিজিবি সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।

তিনি আরও জানান, নির্বাচনকালীন দায়িত্ব পালনের ক্ষেত্রে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ও মাননীয় নির্বাচন কমিশনের সকল নির্দেশনা কঠোরভাবে অনুসরণ করা হচ্ছে এবং মাঠপর্যায়ে সে অনুযায়ী কার্যক্রম পরিচালিত হচ্ছে।

প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর দায়িত্বপূর্ণ এলাকায় আগামী ২৯ ও ৩০ জানুয়ারি ২০২৬ তারিখের মধ্যে মোট ৩টি জেলার ১৬টি উপজেলার ১১টি সংসদীয় আসনে ৩০ দশমিক ৭ প্লাটুন বিজিবি মোতায়েন করা হবে। এর অংশ হিসেবে বুধবার (২৯ জানুয়ারি) গোপালগঞ্জ জেলার ৩টি সংসদীয় আসনে ৮ দশমিক ৭ প্লাটুন এবং যশোর জেলার ৪টি সংসদীয় আসনে ১৫ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।

নির্বাচনকালীন নিরাপত্তা আরও জোরদার করতে দায়িত্বপূর্ণ নির্বাচনী এলাকায় ৭০টি গুরুত্বপূর্ণ স্থানে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি ভোটকেন্দ্রগুলোর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত টহল ও রেকি কার্যক্রমও অব্যাহত রয়েছে।

বিজিবি অধিনায়ক বলেন, নির্বাচন চলাকালীন কোনো দুষ্কৃতকারী যাতে দেশের শান্তিপূর্ণ পরিবেশকে অস্থিতিশীল করতে না পারে, সে লক্ষ্যে বিজিবি সর্বদা তৎপর রয়েছে। সীমান্ত এলাকায় অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান পরিচালনার পাশাপাশি জনসচেতনতামূলক সভার মাধ্যমে স্থানীয় জনগণকে নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগে উদ্বুদ্ধ করা হচ্ছে।

তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করে বলেন, সরকার, নির্বাচন কমিশন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও জনগণের সম্মিলিত প্রচেষ্টায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে। দেশের জনগণের আস্থা ও বিশ্বাসকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) সংবিধান ও আইনের আলোকে তার দায়িত্ব পালন অব্যাহত রাখবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...