বিজ্ঞাপন
ভুক্তভোগী নারী নুপুর আক্তার (লাল ভুয়ার বাড়ি) জানান, পারিবারিক পূর্ব বিরোধের জেরে গত ২৫ জানুয়ারি ২০২৬ ইং সকাল আনুমানিক ৮টার দিকে একই এলাকার বেলাল হোসেন (পিতা: আব্দুল মোতালেব), জাহেদ হোসেন (পিতা: আব্দুল মোতালেব), নুরা মিয়া (পিতা: মো. গফুর, পেশায় ড্রাইভার)সহ তাদের পরিবারের সদস্যরা সংঘবদ্ধ হয়ে তার ওপর হামলা চালায়।
অভিযোগে বলা হয়, অভিযুক্তরা নুপুর আক্তারকে রশি দিয়ে বেঁধে টেনেহিঁচড়ে বিবাদীদের উঠানে নিয়ে গিয়ে সেখানে থাকা একটি নারিকেল গাছের সঙ্গে বেঁধে মারধর করে। এতে তার শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক ফোলা ও জখম হয়। পাশাপাশি পুরুষ অভিযুক্তরা শ্লীলতাহানির ঘটনাও ঘটিয়েছে বলে অভিযোগ করেন ভুক্তভোগী।
নুপুর আক্তার আরও অভিযোগ করেন, অভিযুক্তরা তাদের খড়ের ছাউনি (চিন) পুড়ে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে তাকে দায়ী করে কিল-ঘুষি ও লাথি মেরে মারধর করে এবং অকথ্য ভাষায় গালিগালাজসহ প্রাণনাশের হুমকি দেয়।
এক পর্যায়ে স্থানীয় কেউ ৯৯৯ নম্বরে ফোন করলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তার হাতের বাঁধন খুলে তাকে উদ্ধার করে। পরে তিনি এ ঘটনায় সোনাগাজী মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন এবং ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন।
এ বিষয়ে সোনাগাজী মডেল থানার সাব-ইন্সপেক্টর এনামুল হক জানান, অভিযোগ পাওয়ার পর তিনি সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ইতোমধ্যে উভয় পক্ষকে থানায় উপস্থিত হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
জনপ্রিয়
বিজ্ঞাপন
সর্বশেষ
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...