Logo Logo

৫৪ বছরেও ভোট সংকট,গণতন্ত্র রক্ষায় নতুন লড়াইয়ের ডাক জোনায়েদ সাকির


Splash Image

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী ও ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনের বিএনপি জোট সমর্থিত প্রার্থী জোনায়েদ সাকি বলেছেন, বাংলাদেশের রাষ্ট্র গঠনের মূল ভিত্তিই ছিল গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার। লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত সেই রাষ্ট্রে আজও যদি ভোট নিয়ে সংকট তৈরি করা হয়, তবে তা জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতার শামিল।


বিজ্ঞাপন


মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার সুটকিকান্দি এলাকায় নির্বাচনি জনসভা ও গণসংযোগ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এসময় স্থানীয় গণসংহতি আন্দোলন ও জোট সঙ্গী বিএনপির উপজেলা সভাপতি মেহেদী হাসান পলাশসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

জোনায়েদ সাকি বলেন, এত বড় রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যে রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছে, তার মূল লক্ষ্য ছিল মানুষের অধিকার নিশ্চিত করা। অথচ স্বাধীনতার ৫৪ বছর পরও আমরা ভোট ব্যবস্থা নিয়ে সংকটের মধ্যেই ঘুরপাক খাচ্ছি। ভোট ব্যবস্থা শুধু একটি প্রক্রিয়া নয়, এটি জনগণের সার্বভৌমত্বের প্রতীক।

তিনি আরও বলেন, ভোট ব্যবস্থাকে কেউ পরিকল্পিতভাবে কলুষিত করতে বা নস্যাৎ করতে চাইলে বাংলাদেশের মানুষ তা মেনে নেবে না। জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠাই আজকের সবচেয়ে বড় রাজনৈতিক লড়াই।

নির্বাচন নিয়ে ষড়যন্ত্রের অভিযোগ তুলে তিনি বলেন, শুরু থেকেই নির্বাচনকে ভিন্ন খাতে প্রবাহিত করার নানা চেষ্টা লক্ষ্য করা গেছে। যারা বিচার ও সংস্কারের কথা বলেন, তাদের বুঝতে হবে, নির্বাচন ছাড়া সংস্কার সম্ভব নয়। জনগণের অংশগ্রহণ ছাড়া, গণভোট ছাড়া সংবিধান পরিবর্তন বা রাষ্ট্র সংস্কারের প্রশ্নই আসে না।

তিনি বলেন, সংস্কারের জন্য যেখানে নির্বাচন অপরিহার্য, সেখানে নির্বাচনকে মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা দীর্ঘদিন ধরে চলছে। এখন জনগণের চাপে নির্বাচন আর ঠেকিয়ে রাখা সম্ভব না হওয়ায় কেউ কেউ নির্বাচন বানচালের নতুন পথ খুঁজতে পারে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...