Logo Logo

গোপালগঞ্জ জেলা কারাগারে কর্মচারীদের শারীরিক সক্ষমতা বৃদ্ধিতে সাপ্তাহিক ফুটবল খেলা ও পুরস্কার বিতরণ


Splash Image

কর্মচারীদের শারীরিক সক্ষমতা বজায় রাখা এবং মানসিক প্রশান্তি নিশ্চিত করার লক্ষ্যে গোপালগঞ্জ জেলা কারাগারের উদ্যোগে প্রতি সপ্তাহে নিয়মিত ফুটবল খেলার আয়োজন করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় সম্প্রতি কারা প্রাঙ্গণে আনন্দঘন পরিবেশে ফুটবল খেলা, পুরস্কার বিতরণ ও বিশেষ খাবারের আয়োজন অনুষ্ঠিত হয়েছে।


বিজ্ঞাপন


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা কারাগারের সুপার শওকত হোসেন মিয়া। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলার মো. নাসির উদ্দীনসহ কারা বিভাগের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা।

ফুটবল খেলায় কারা কর্মচারীরা দুই দলে বিভক্ত হয়ে অংশগ্রহণ করেন। প্রতিযোগিতামূলক ও উপভোগ্য এই খেলায় উপস্থিত সবার মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে অতিথিরা পুরস্কার তুলে দেন।

অনুষ্ঠানে বক্তব্যে জেল সুপার শওকত হোসেন মিয়া বলেন, নিয়মিত খেলাধুলা কর্মচারীদের শারীরিক সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি দায়িত্ব পালনে আরও মনোযোগী ও কর্মঠ করে তোলে। ভবিষ্যতেও এ ধরনের স্বাস্থ্যবান্ধব আয়োজন অব্যাহত থাকবে বলে তিনি জানান।

অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী কর্মচারীদের জন্য বিশেষ খাবারের ব্যবস্থা করা হয়। পুরো আয়োজনটি কারা কর্মচারীদের মধ্যে ইতিবাচক প্রভাব ফেলেছে এবং পারস্পরিক সৌহার্দ্য ও কর্মস্পৃহা বাড়িয়েছে বলে সংশ্লিষ্টরা জানান।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...