বিজ্ঞাপন
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা কারাগারের সুপার শওকত হোসেন মিয়া। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলার মো. নাসির উদ্দীনসহ কারা বিভাগের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা।
ফুটবল খেলায় কারা কর্মচারীরা দুই দলে বিভক্ত হয়ে অংশগ্রহণ করেন। প্রতিযোগিতামূলক ও উপভোগ্য এই খেলায় উপস্থিত সবার মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে অতিথিরা পুরস্কার তুলে দেন।
অনুষ্ঠানে বক্তব্যে জেল সুপার শওকত হোসেন মিয়া বলেন, নিয়মিত খেলাধুলা কর্মচারীদের শারীরিক সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি দায়িত্ব পালনে আরও মনোযোগী ও কর্মঠ করে তোলে। ভবিষ্যতেও এ ধরনের স্বাস্থ্যবান্ধব আয়োজন অব্যাহত থাকবে বলে তিনি জানান।
অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী কর্মচারীদের জন্য বিশেষ খাবারের ব্যবস্থা করা হয়। পুরো আয়োজনটি কারা কর্মচারীদের মধ্যে ইতিবাচক প্রভাব ফেলেছে এবং পারস্পরিক সৌহার্দ্য ও কর্মস্পৃহা বাড়িয়েছে বলে সংশ্লিষ্টরা জানান।
জনপ্রিয়
বিজ্ঞাপন
সর্বশেষ
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...