বিজ্ঞাপন
তিনি বলেন, দেশে ফিরে তারেক রহমান এখন নিয়মিত জনগণের সামনে বক্তব্য রাখছেন। তার বক্তব্যে এমন কোনো শব্দ বা ভাষা নেই, যা শুনে মানুষের মনে আঘাত লাগে। এখন পর্যন্ত তার বক্তব্যের ন্যূনতম সমালোচনাও কেউ করতে পারেনি। এর মাধ্যমে স্পষ্ট হয়ে গেছে যে, দেশের জনগণ তারেক রহমানকে গ্রহণ করেছে। এ কারণেই এ জাতি তারেক রহমানকে তাদের ভবিষ্যৎ নেতা হিসেবে মনে করছে।
বৃহস্পতিবার রাতে (২৯ জানুয়ারি) কোটালীপাড়া উপজেলার শুয়াগ্রাম ইউনিয়ন বিএনপির আয়োজনে শুয়াগ্রাম উচ্চ বিদ্যালয়ের উত্তর পাশের বালুর মাঠে অনুষ্ঠিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জনসভায় উপস্থিত জনগণের উদ্দেশে এস এম জিলানী বলেন, বিএনপি ক্ষমতায় গেলে চার লক্ষ গৃহিণীকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। এ কার্ডের মাধ্যমে প্রতিটি পরিবার প্রতি মাসে আড়াই হাজার টাকার নিত্যপ্রয়োজনীয় পণ্য ক্রয় করতে পারবে। পাশাপাশি কৃষকদের জন্য কৃষি কার্ড চালু করা হবে, যার মাধ্যমে তারা বিনামূল্যে সার, বীজসহ বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন। এছাড়া স্বাস্থ্যসেবার মান উন্নয়নে দেশের প্রতিটি পরিবারের সদস্যদের জন্য স্বাস্থ্য কার্ড চালুর ঘোষণাও দেন তিনি।
শুয়াগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি ডা. বিনয় কৃষ্ণ দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত এ নির্বাচনী জনসভায় উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিন, শিক্ষক স্বপন কুমার দে, মনতোষ বৈদ্য, অধ্যাপক রণজিৎ মধু, ডা. জাহিদ হোসেন রিন্টু, বিএনপি নেতা ফায়েকুজ্জামান শেখ, আউয়াল শেখ, তসলিম খানসহ দলের সিনিয়র নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
এর আগে এস এম জিলানী কান্দি ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ শেষে তারাকান্দর গ্রামে গিয়ে সনাতন ধর্মাবলম্বীদের একটি ধর্মীয় অনুষ্ঠানে যোগ দেন। সেখানে তিনি বলেন, “আপনারা আমাকে একবার সুযোগ দিন। আমি সুখে-দুঃখে আপনাদের পাশে থাকতে চাই। নির্বাচিত হলে এ এলাকাকে শান্তির আবাসভূমিতে পরিণত করব।”
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...