Logo Logo

‘না’ ভোট মানে দিল্লির দালালি—বাকেরগঞ্জে গণভোটের প্রচারণায় আনোয়ার হোসেন


Splash Image

জুলাই জাতীয় সনদ বা ‘জুলাই ন্যাশনাল চার্টার’ বাস্তবায়নে আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে বরিশালের বাকেরগঞ্জে ব্যাপক প্রচারণা ও গণসংযোগ শুরু হয়েছে। শুক্রবার (৩০ জানুয়ারি) জুমার নামাজের পর উপজেলার বিভিন্ন মসজিদের মুসল্লিদের মাঝে ‘হ্যাঁ ভোট সমর্থক গোষ্ঠী’র ব্যানারে লিফলেট বিতরণ কার্যক্রম পরিচালিত হয়। সংগঠনের আহবায়ক ও বিশিষ্ট রাজনীতিবিদ এম আনোয়ার হোসেন সিকদার এই প্রচারণায় নেতৃত্ব দেন। এসময় এনসিপি বরিশাল জেলার সিনিয়র যুগ্ম-আহবায়ক সাইফুল ইসলাম মুন্সীসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


বিজ্ঞাপন


প্রচারণা ও লিফলেট বিতরণকালে এম আনোয়ার হোসেন সিকদার উপস্থিত জনতাকে গণভোটের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, ‘‘গণভোটে ‘হ্যাঁ’ বলা মানে জনগণের ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দেওয়া। পক্ষান্তরে ‘না’ ভোট মানে বিদেশী শক্তির দালালি এবং বিগত সময়ের বিচারিক হত্যাকাণ্ডকে সমর্থন করা।’’ তিনি আরও জোর দিয়ে বলেন, বিগত ফ্যাসিবাদী আমলে সংঘটিত গুম, খুন ও আয়নাঘরের মতো মানবতাবিরোধী অপরাধের বিচার নিশ্চিত করতে এবং পুরাতন ফ্যাসিবাদী কাঠামো ভেঙে নতুন রাজনৈতিক সংস্কৃতি প্রতিষ্ঠা করতে ‘হ্যাঁ’ ভোটের কোনো বিকল্প নেই।

বাকেরগঞ্জের রাজনীতিতে নিজের দীর্ঘদিনের অবদানের কথা স্মরণ করে আনোয়ার হোসেন বলেন, দেশের প্রতিটি সংকটময় মুহূর্তে তিনি অগ্রণী ভূমিকা পালন করেছেন এবং তারই ধারাবাহিকতায় এবার রাষ্ট্র সংস্কারের পক্ষে মাঠে নেমেছেন। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য গণভোটে প্রথম সিলটি ‘হ্যাঁ’ প্রতীকে পড়বে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। ছাত্র-জনতা ও সাধারণ মানুষ ইতোমধ্যে সংস্কারের পক্ষে অবস্থান নিয়েছে উল্লেখ করে, তিনি বাকেরগঞ্জবাসীকে জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা ধারণ করে গ্রাম ও মহল্লায় গণভোটের প্রচারণা জোরদার করার আহ্বান জানান।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...