Logo Logo

ক্ষমতার আগে যাদের হাতে জনগণ নিরাপদ নয়, ক্ষমতায় গেলে ঝুঁকি আরও বাড়বে: ডা. শফিকুর রহমান


Splash Image

জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, যারা ধৈর্য ধরতে পারেননি এবং বিভিন্ন অপকর্মে জড়িয়ে পড়েছেন, তাদের হাতে ক্ষমতার আগে জনগণ যদি নিরাপদ না থাকে, তাহলে ক্ষমতায় যাওয়ার পর জনগণ আরও বেশি ঝুঁকির মধ্যে পড়বে। তিনি বলেন, “আল্লাহর কসম, ক্ষমতায় যাওয়ার আগে যাদের হাতে মানুষ নিরাপদ নয়, ক্ষমতায় গেলে তারা আরও ভয়ংকর হয়ে উঠবে।”


বিজ্ঞাপন


শুক্রবার (৩০ জানুয়ারি) দুপুরে নোয়াখালীর মাইজদী শহরের জেলা স্কুল মাঠে আয়োজিত ১১ দলীয় জোটের নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ডা. শফিকুর রহমান বলেন, যারা দেশকে ভালোবাসার প্রমাণ দিতে পেরেছেন, তাদের হাতেই একটি ভালোবাসার বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। মানুষ এখন তা বুঝতে পেরেছে বলেই সারা বাংলায় ন্যায় ও ইনসাফের পক্ষে বাঁধভাঙা জোয়ার শুরু হয়েছে। তিনি বলেন, “শুধু নোয়াখালী নয়, সারা দেশে যেখানে যাচ্ছি সেখানেই মানুষের ভালোবাসা দেখছি।”

তিনি আরও বলেন, বিশেষ করে জুলাই আন্দোলনে নেতৃত্ব দেওয়া যুবসমাজ ১৩ তারিখের পর একটি নতুন বাংলাদেশ দেখার জন্য মুখিয়ে আছে। তারা বুঝতে পেরেছে, জুলাই চেতনার আকাঙ্ক্ষা কারা বাস্তবায়ন করতে পারবে।

দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়ে জামায়াত আমীর বলেন, এ লক্ষ্যে লড়াই ইতোমধ্যে শুরু হয়েছে। সরকারি কর্মচারীদের ন্যায্য অধিকার নিশ্চিত করার কথা উল্লেখ করে তিনি বলেন, পে কমিশনের কাছে এমন সুপারিশ চাওয়া হবে, যাতে একজন মানুষ সরকারি চাকরি শেষে দ্বিতীয় কোনো আয়ের পথ খুঁজতে বাধ্য না হন এবং টেবিলের নিচে হাত দেওয়ার প্রয়োজন না পড়ে। তবে যারা সততার পথ ছেড়ে দুর্নীতিতে জড়াবে, সংশোধনের সুযোগ শেষে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

নোয়াখালী জেলা জামায়াতের আমীর ইসহাক খন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে ১১ দলীয় জোটের বিভিন্ন শরিক দলের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...