Logo Logo

বিলাইছড়িতে লাঙ্গল প্রতীকে অশোক তালুকদার এর নির্বাচনী প্রচারনা


Splash Image

রাঙ্গামাটির ২৯৯ নং সংসদীয় আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী অশোক তালুকদার বিলাইছড়ি উপজেলার বিভিন্ন এলাকায় লাঙ্গল প্রতীকের পক্ষে ব্যাপক গণসংযোগ করেছেন।


বিজ্ঞাপন


শুক্রবার (৩০ জানুয়ারি) তিনি বিলাইছড়ি বাজার থেকে তার গণসংযোগ শুরু করেন। এসময় তিনি সাধারণ মানুষের সাথে কুশল বিনিময়সহ পথ সভা ও লিপলেট বিতরণের মাধ্যমে লাঙ্গল প্রতীকে সমর্থন ও ভোট প্রার্থনা করেন।

প্রচারণাকালে তার সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টি রাঙ্গামাটি জেলা শাখার সভাপতি জ্যোতি বিকাশ চাকমা, সাধারণ সম্পাদক প্রজেশ চাকমা এবং আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট নুরুল হক। এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি রাঙ্গামাটি শাখার সহ-সাধারণ সম্পাদক রিগান চাকমা ও শিক্ষা বিষয়ক সম্পাদক ললিত চাকমা এবং বিলাইছড়ি উপজেলা জাতীয় পার্টির সভাপতি স্বর্ণ লাল দেওয়ানসহ স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...