Logo Logo

ইয়াবা সেবনের সময় হাতেনাতে আটক দুই যুবক, ভ্রাম্যমাণ আদালতে ছয় মাসের কারাদণ্ড


Splash Image

শেরপুরের নালিতাবাড়ীতে ইয়াবা সেবনের সময় হাতেনাতে আটক দুই যুবককে ভ্রাম্যমাণ আদালতে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।


বিজ্ঞাপন


বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাতে নালিতাবাড়ী উপজেলার রূপনারায়নকুড়া ইউনিয়নের গেরাপঁচা গ্রামে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান।

সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়—গেরাপঁচা গ্রামের দেলোয়ার হোসেন বাচ্চু মিয়ার বাড়িতে ইয়াবা বেচাকেনা ও সেবন চলছে। এমন তথ্যের ভিত্তিতে রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে সেখানে অভিযান চালানো হয়। অভিযানের সময় ইয়াবা সেবনরত অবস্থায় শহরের আড়াইআনী বাজার এলাকার মোকছেদুল ইসলাম বাবু (৩০) এবং ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার জয়মঙ্গল গ্রামের পরান (২৫)–কে হাতেনাতে আটক করা হয়।

আটকের পর ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত বসানো হয়। শুনানি শেষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে অভিযুক্ত দুইজনকে পৃথকভাবে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান বলেন, সমাজ থেকে মাদক নির্মূলে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। মাদক সংশ্লিষ্ট যেকোনো অপরাধের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...