বিজ্ঞাপন
শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের সুনই ব্রিজ সংলগ্ন এলাকায় এ যৌথ অভিযান পরিচালনা করা হয়। আটককৃতদের মধ্যে একজন হলেন সম্রাট আলী, যিনি পাশ্ববর্তী মধ্যনগর থানায় কর্মরত একজন পুলিশ সদস্য। অপরজন সুমন চন্দ্র সরকার (৩০), তিনি মধ্যনগর উপজেলার চামরদানি ইউনিয়নের বিরামপুর গ্রামের নান্টু চন্দ্র সরকারের ছেলে।
অভিযানকালে আটককৃতদের কাছ থেকে ১৯ পিস ইয়াবা ট্যাবলেট ও এক পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়। এ ছাড়াও উদ্ধার করা হয় হেরোইন বিক্রির দুটি হিসাব রেজিস্টার, হেরোইন পরিমাপের দুটি ডিজিটাল মেশিন, নগদ সাড়ে পাঁচ হাজার টাকা, চারটি মোবাইল ফোন এবং দুটি মোটরসাইকেল।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উদ্ধারকৃত আলামতের ভিত্তিতে প্রাথমিকভাবে মাদক কারবারে আটককৃতদের সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে। অভিযানের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের ধর্মপাশা থানায় হস্তান্তর করা হয়।
এ বিষয়ে ধর্মপাশা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মো. ইমাম হোসেন জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে তাদের আদালতে সোপর্দ করা হবে।
ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। দায়িত্বপ্রাপ্ত একজন পুলিশ সদস্যের বিরুদ্ধে মাদক সংশ্লিষ্টতার অভিযোগ ওঠায় স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, অপরাধে জড়িত কেউই আইনের ঊর্ধ্বে নয় এবং দোষ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
সর্বশেষ
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...