বিজ্ঞাপন
র্যাব-১০ জানায়, নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে বৃহস্পতিবার (২২ জানুয়ারি ২০২৬) বিকেল আনুমানিক ৩টা ৫ মিনিটে র্যাব-১০, সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। এ সময় ফরিদপুর জেলার নগরকান্দা থানাধীন জয়বংলা রেলক্রসিংয়ের পশ্চিম পাশে ঢাকা-গোপালগঞ্জ মহাসড়কে একটি চেকপোস্ট স্থাপন করে তল্লাশি কার্যক্রম চালানো হয়।
তল্লাশিকালে দোলা পরিবহনের একটি বাস থেকে আনুমানিক ২০ লাখ ৯৫ হাজার ৫০০ টাকা মূল্যমানের মোট ৬ হাজার ৯৮৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় বাসে থাকা দুইজনকে আটক করে জিজ্ঞাসাবাদের পর মাদক ব্যবসায়ের সঙ্গে জড়িত থাকার প্রমাণ পাওয়ায় তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— মো. নাঈম সরকার (২৪), পিতা: মো. ফাইজুল সরদার, সাং মাহমুদকান্দা এবং মো. সরিফুল ইসলাম (২৩), পিতা: মো. বদরুজ্জামান, সাং মাটিভাঙ্গা। উভয়ের থানা নাজিরপুর, জেলা পিরোজপুর।
র্যাব জানায়, গ্রেফতারকৃত দু’জনই সংঘবদ্ধ ও পেশাদার মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন ধরে দেশের সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে ইয়াবাসহ বিভিন্ন মাদকদ্রব্য সংগ্রহ করে অভিনব কৌশলে দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করে আসছিল। এছাড়া গ্রেফতারকৃত মো. সরিফুল ইসলামের বিরুদ্ধে পূর্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রয়েছে।
উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে ফরিদপুর জেলার নগরকান্দা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানায় র্যাব।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...