Logo Logo

ফেনীতে র‍্যাবের অভিযানে বিপুল পরিমাণ মাদক উদ্ধার এবং গ্রেফতার ৫ জন


Splash Image

ফেনীতে র‍্যাব-৭ এর অভিযানে বিপুল পরিমাণ মাদক উদ্ধারসহ পাঁচজন পেশাদার মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। এ সময় মাদক বহনে ব্যবহৃত দেশ পরিবহন সেন্টমার্টিন নামের একটি বাস জব্দ করা হয়।


বিজ্ঞাপন


র‍্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ফেনী সদর উপজেলার পৃথক দুটি স্থানে অভিযান পরিচালনা করে র‍্যাব-৭। অভিযানে ১৩ হাজার ৫৩০ পিস ইয়াবা ও ৪৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন— বাসচালক হুমায়ুন কবির, হেলপার মো. ইসমাইল, সুপারভাইজার রুবেল হোসেন, মো. হানিফ ও পান্না বেগম। উদ্ধারকৃত মাদকসহ তাদের র‍্যাব ক্যাম্পে নিয়ে যাওয়া হয়।

পরদিন সকালে আইনি প্রক্রিয়া শেষে গ্রেফতারকৃতদের ফেনী মডেল থানায় সোপর্দ করা হয়।

র‍্যাব-৭ এর অধিনায়কের পক্ষে সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফফর হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, মাদকের বিরুদ্ধে র‍্যাবের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...