বিজ্ঞাপন
র্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ফেনী সদর উপজেলার পৃথক দুটি স্থানে অভিযান পরিচালনা করে র্যাব-৭। অভিযানে ১৩ হাজার ৫৩০ পিস ইয়াবা ও ৪৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— বাসচালক হুমায়ুন কবির, হেলপার মো. ইসমাইল, সুপারভাইজার রুবেল হোসেন, মো. হানিফ ও পান্না বেগম। উদ্ধারকৃত মাদকসহ তাদের র্যাব ক্যাম্পে নিয়ে যাওয়া হয়।
পরদিন সকালে আইনি প্রক্রিয়া শেষে গ্রেফতারকৃতদের ফেনী মডেল থানায় সোপর্দ করা হয়।
র্যাব-৭ এর অধিনায়কের পক্ষে সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফফর হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, মাদকের বিরুদ্ধে র্যাবের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
সর্বশেষ
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...