Logo Logo

গত আট মাসে ৮টি যুদ্ধ থামিয়েও নোবেল পুরস্কার পাইনি : ট্রাম্প


Splash Image

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও দাবি করেছেন, ভারত ও পাকিস্তানের মধ্যে শান্তি প্রতিষ্ঠার কৃতিত্ব তারই। তিনি বলেন, শুল্ক আরোপের হুমকি এবং কূটনৈতিক চাপের মাধ্যমে দুই পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে সংঘাত ঠেকানো সম্ভব হয়েছে।


বিজ্ঞাপন


বুধবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপে ট্রাম্প বলেন, “আমার মনে হয় না কোনো প্রেসিডেন্ট কখনো একটি যুদ্ধও থামাতে পেরেছেন। আমি গত আট মাসে আটটি যুদ্ধ থামিয়েছি। কিন্তু আমি কি নোবেল পুরস্কার পেয়েছি? না। বিশ্বাস করা যায়? এমনকি আমিও বলেছিলাম, এটা অসম্ভব। তবে আমি মনে করি, আগামী বছরটা হয়তো ভালো হবে। কিন্তু জানেন, আমার কাছে আসলে কী গুরুত্বপূর্ণ? আমি হয়তো লাখ লাখ মানুষের জীবন বাঁচিয়েছি।”

এর আগে মধ্যপ্রাচ্যে সফরের সময়ও তিনি দাবি করেছিলেন, গাজা যুদ্ধবিরতিসহ বিশ্বের আটটি সংঘাত সমাধানে তার ভূমিকা রয়েছে। তিনি জানান, পাকিস্তান ও আফগানিস্তানের চলমান সংঘাত সমাধানে তিনি সরাসরি হস্তক্ষেপ করেছেন।

ট্রাম্পের বক্তব্যে জানা যায়, যুক্তরাষ্ট্র এখন বাণিজ্যে “অসাধারণভাবে সফল” এবং শুল্ক থেকে শত শত বিলিয়ন ডলার আয় করছে। তার মতে, এই শুল্কনীতি যুদ্ধ ঠেকাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তিনি বলেন, “আমরা অনেক যুদ্ধ থামিয়েছি বাণিজ্যের মাধ্যমে। যেমন, ভারত ও পাকিস্তান ভয়াবহভাবে সংঘর্ষে জড়িয়ে পড়েছিল। সাতটি যুদ্ধবিমান গুলি করে নামানো হয়েছিল। আমি তখন দুই দেশের সঙ্গেই কথা বলেছিলাম বাণিজ্য নিয়ে। বলেছিলাম, যুদ্ধ না থামালে কোনো বাণিজ্য চুক্তি হবে না। আমি ফোনে বলেছিলাম, যদি যুদ্ধ না থামাও আমরা তোমাদের সব পণ্যের ওপর ২০০ শতাংশ শুল্ক বসাব। কারণ আমি এই যুদ্ধের অংশ হবো না। ওরা দুটোই পারমাণবিক শক্তিধর দেশ।”

ট্রাম্প আরও বলেন, তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ- দুজনের সঙ্গেই আলাপ করেছেন। পরদিনই তাকে ফোনে জানানো হয়, দুই দেশ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। তিনি শুল্কনীতিকে মানবিকতার দিক থেকেও গুরুত্বপূর্ণ হিসেবে উল্লেখ করেছেন।

সংবাদমাধ্যমের রিপোর্টে বলা হয়েছে, বক্তৃতার একপর্যায় ট্রাম্প ভারতে নিযুক্ত নতুন মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোরকে উদ্দেশ্য করে বলেন, “তুমি আমাদের প্রতিনিধিত্ব করবে, ওদের নয়... তবে সার্জিও দারুণ কাজ করবে, দারুণ কাজ।”

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...