Logo Logo

জিয়ার চেয়ে সৎ লোক পাইনি, দুর্নীতিবাজদের স্থান লালমোহনে হবে না: মেজর হাফিজ


Splash Image

"শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের চেয়ে সৎ লোক আমরা পাইনি। পাঁচ বছর রাষ্ট্র ক্ষমতায় থেকেও মৃত্যুর পর তার কোনো ব্যাংক ব্যালেন্স বা এক খণ্ড জমিও ছিল না। তিনি স্বজনপ্রীতি করেননি, তিনিই আমাদের আদর্শ এবং তাকে অনুসরণ করেই আমরা রাজনীতি করি।"


বিজ্ঞাপন


শুক্রবার (১৭ অক্টোবর) সকালে ভোলার লালমোহনে মাদ্রাসা শিক্ষক-কর্মচারীদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, বীরবিক্রম, এসব কথা বলেন। লালমোহন উপজেলা ও পৌরসভা বিএনপির আয়োজনে কামিল মাদরাসা সংলগ্ন পৌর ঈদগাহ ময়দানে এই সভা অনুষ্ঠিত হয়।

বিগত সরকারের دوران ঘটা দুর্নীতি ও অনিয়মের দিকে ইঙ্গিত করে লালমোহন-তজুমদ্দিনের সাবেক এই সংসদ সদস্য বলেন, "আমি আপনাদের আশ্বস্ত করতে চাই, লালমোহন-তজুমদ্দিনে কোনো দুর্নীতিবাজের স্থান হবে না। আপনারা আমার ওপর আস্থা রাখতে পারেন।" তিনি নেতাকর্মী ও সমর্থকদের যেকোনো পরিস্থিতিতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর বিএনপি সারাদেশে দল পুনর্গঠন ও তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের সঙ্গে সংযোগ স্থাপনের অংশ হিসেবে বিভিন্ন কর্মসূচি পালন করছে। এর ধারাবাহিকতাতেই লালমোহনে পেশাজীবীদের সঙ্গে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হলো, যা স্থানীয় রাজনীতিতে বেশ গুরুত্ব বহন করছে।

জামিয়াতুল মোদার্ছীন লালমোহন উপজেলা শাখার সভাপতি ও লালমোহন ইসলামিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোঃ মোশাররফ হোসাইনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মো. জাফর ইকবাল, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল, পৌর বিএনপির সভাপতি সাদেক মিয়া জান্টুসহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। জামিয়াতুল মোদার্ছীনের সিনিয়র সহ-সভাপতি মাওলানা হোসেনের সঞ্চালনায় সভায় উপজেলার বিভিন্ন মাদরাসার অধ্যক্ষ, শিক্ষক ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

-লালমোহন (ভোলা) প্রতিনিধি

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...