বিজ্ঞাপন
শনিবার (১৮ অক্টোবর) সকাল ৮টা থেকে বিকেল সোয়া ৫টা পর্যন্ত কোনাবাড়ী পল্লী বিদ্যুৎ জরুন আঞ্চলিক সড়কটি অবরোধ করে রাখেন শতাধিক শ্রমিক। এতে সড়কজুড়ে সৃষ্টি হয় দীর্ঘ যানজট, ফলে চরম ভোগান্তিতে পড়েন পথচারী ও যানবাহনে থাকা যাত্রীরা।
পথচারী আব্দুল মমিন (৪৫) বলেন, “আমাকে এখনই হাসপাতালে যেতে হবে, কিন্তু সড়কে যানজটে বসে আছি। যেতে পারছি না, সিএনজিটা ছেড়েও দিতে পারছি না।”
বিক্ষুব্ধ শ্রমিকদের অভিযোগ, গত দুই মাস ধরে তাদের বকেয়া বেতন পরিশোধ করেনি কারখানা কর্তৃপক্ষ। একাধিকবার বেতন প্রদানের আশ্বাস ও নোটিশ দিলেও তা বাস্তবায়ন হয়নি। শনিবার সকালে কারখানায় এসে শ্রমিকরা গেট বন্ধ দেখতে পান। এতে ক্ষোভ প্রকাশ করে তারা কারখানার সামনের আঞ্চলিক সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন এবং যান চলাচল বন্ধ করে দেন।
সুইং সেকশনের অপারেটর হাসি বলেন, “গত দুই মাস আমরা নিয়মিত ডিউটি করেছি, ওভারটাইমও করেছি। কিন্তু ১৮ তারিখ হয়ে গেলেও এখনো বেতন পাইনি। রুম ভাড়া দিতে পারি না, দোকানে বাকি দিতে পারি না—অনেক কষ্টে দিন কাটছে। বাধ্য হয়েই আমরা সড়ক অবরোধ করেছি। আমাদের পাওনা পরিশোধ করলেই অবরোধ তুলে নেব।”
এ বিষয়ে স্বাধীন গার্মেন্টস লিমিটেডের অ্যাডমিন ম্যানেজার কামরুজ্জামান বলেন, “শ্রমিকদের দুই মাসের বকেয়া বেতন পরিশোধের বিষয়ে আমরা সচেষ্ট। কারখানার অর্থনৈতিক সংকটের কারণে কিছুটা বিলম্ব হচ্ছে। মালিকের স্ত্রী বর্তমানে বিদেশে আছেন। ডিরেক্টর (ফাইনান্স)-এর সঙ্গে কথা বলে দ্রুত সমাধানের চেষ্টা চলছে।”
গাজীপুর শিল্প পুলিশ-২ এর কোনাবাড়ী জোনের পুলিশ পরিদর্শক মোর্শেদ জামান বলেন, “শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করেছেন। আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছি এবং কারখানা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে সমস্যা সমাধানের উদ্যোগ নিয়েছি।”
তিনি আরও জানান, “চলতি মাসের ২৪ তারিখে বেতন পরিশোধ করা হবে বলে মালিক পক্ষ একটি নোটিশ কারখানার মূল ফটকে টানিয়েছে। তবে শ্রমিকরা তা প্রত্যাখ্যান করেছেন।”
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...