Logo Logo

জামায়াত ও আওয়ামী লীগ মুদ্রার এপিঠ-ওপিঠ : সামান্তা শারমিন


Splash Image

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন বলেছেন, জামায়াত গণমানুষের দল নয়। তিনি বলেন, আওয়ামী লীগ ও জামায়াত মূলত একই রাজনৈতিক সংস্কৃতির ধারক—“মুদ্রার এপিঠ-ওপিঠ” হিসেবেই তাদের দেখা উচিত।


বিজ্ঞাপন


সম্প্রতি একটি সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে সামান্তা শারমিন এসব মন্তব্য করেন।

তিনি বলেন, “জামায়াত যদি মনে করে যে তারা ক্ষমতায় এলে গণতন্ত্রের জন্য ভালো হবে, তাহলে তারা ভুল ভাবছে। অতীতে ক্ষমতায় যাওয়ার জন্য আওয়ামী লীগ জামায়াতকে ব্যবহার করেছে, আর এবার জামায়াত আওয়ামী লীগকে ব্যবহার করছে। জামায়াত ক্ষমতায় এলে আওয়ামী লীগের ফিরে আসার সুযোগ তৈরি হবে। দেশের ভেতর ও বাইরের অনেক শক্তি তখন দেখানোর চেষ্টা করবে—বাংলাদেশ ইসলামিস্টদের হাতে চলে যাচ্ছে। এভাবেই আওয়ামী লীগ তার প্রাসঙ্গিকতা ফিরিয়ে আনবে।”

সামান্তা শারমিন আরও বলেন, “সিভিল সোসাইটিতে আওয়ামী লীগের পক্ষের অনেকে এখনো সক্রিয়। তাদের ভোট কোথায় যাবে, তা নিয়ে জামায়াতও হিসাব কষছে। আওয়ামী লীগের ভোটারদের আকৃষ্ট করতে জামায়াত নানা কৌশল নিচ্ছে, যাতে সেই ভোট তাদের দিকে থাকে।”

এনসিপি নেত্রী বলেন, “জামায়াত ও আওয়ামী লীগের সঙ্গে এনসিপির রাষ্ট্রকর্ম ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পূর্ণ ভিন্ন। এ কারণে আমরা পুরোনো রাজনৈতিক ব্যবস্থার সঙ্গে কোনোভাবেই কমপ্লাই করতে বাধ্য নই। আমরা নিজেদের জোট গঠনের চেষ্টা করব, অথবা নিজেদের সক্ষমতা এই নির্বাচনেই পরখ করে দেখতে চাই।”

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...