Logo Logo

পিআর পদ্ধতির দাবি তুলে নির্বাচন ভণ্ডুলের ষড়যন্ত্র চলছে :


Splash Image

বিএনপি নেতা আমান উল্লাহ আমান। ফাইল ছবি

বিএনপি নেতা আমান উল্লাহ আমান দেশের মানুষকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। মঙ্গলবার (২১ অক্টোবর) সকালে এক আলোচনা সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আমান উল্লাহ আমান বলেন, ‘সংখ্যানুপাতিক ভোট পদ্ধতির (পিআর) নামে কেউ কেউ নির্বাচন ভণ্ডুল করার চেষ্টা করছে।’


বিজ্ঞাপন


তিনি আরও বলেন, ‘ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। জাতীয়ভাবে যারা ফ্যাসিস্টবিরোধী আন্দোলনে অংশ নিয়েছিলেন, তাদের মধ্যে অনৈক্য হলে ফ্যাসিস্টরা সুযোগ পেয়ে যাবে। কেউ কেউ নির্বাচনের ফলাফল বানচাল করার চেষ্টা করছে, আবার কেউ কেউ বিভিন্নভাবে ষড়যন্ত্র করছে। আমি আহ্বান জানাই, এই ব্যাপারে সকলকে সতর্ক থাকতে হবে।’

আমান উল্লাহ আমান বলেন, ‘ফ্যাসিস্টবিরোধী আন্দোলনে অংশগ্রহণকারী সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধভাবে নতুন করে শপথ নিতে হবে। শপথে বলা থাকবে, ফ্যাসিস্ট খুনি শেখ হাসিনাকে বিচার হতে হবে। এছাড়া, সন্ত্রাসী রাজনৈতিক দল হিসেবে ঘোষিত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে, সেটাও অবশ্যই অব্যাহত রাখতে হবে।’

বিএনপি নেতা জানান, দেশের মানুষের নিরাপত্তা, গণতন্ত্র ও নির্বাচনের স্বচ্ছতা রক্ষায় সকলকে সংহতভাবে কাজ করতে হবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...