Logo Logo

গোপালগঞ্জের চিহ্নিত ডাকাত সুমন শেখকে গ্রেফতার করেছে র‍্যাব


Splash Image

প্রতীকী ছবি।

গোপালগঞ্জের চিহ্নিত ডাকাত সদস্য ও ফরিদপুরের ভাঙ্গা থানার ডাকাতি মামলার ১০ বছরের সাজাপ্রাপ্ত গ্রেফতারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি সুমন শেখকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।


বিজ্ঞাপন


বুধবার (২২ অক্টোবর) রাত দেড়টার দিকে সাভারের হেমায়েতপুর এলাকা থেকে যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়। অভিযানটি পরিচালনা করে র‌্যাব-৬ এর ভাটিয়াপাড়া ক্যাম্প ও র‌্যাব-৪ এর সিপিসি-২ নবীনগর ক্যাম্প।

গ্রেফতারকৃত সুমন শেখ গোপালগঞ্জ সদর উপজেলার পূর্ব নিজড়া গ্রামের বাসিন্দা। তিনি ওই গ্রামের রতন শেখের ছেলে।

র‌্যাব-৬ খুলনার ভাটিয়াপাড়া ক্যাম্পের ক্যাম্প কমান্ডার রেজাউল হক গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের সদস্যরা রাতভর অভিযান চালিয়ে সাভারের হেমায়েতপুর এলাকা থেকে পলাতক আসামিকে গ্রেফতার করে।

তিনি আরও বলেন, গ্রেফতারকৃত সুমন শেখের বিরুদ্ধে ফরিদপুরের ভাঙ্গা থানায় একটি ডাকাতি মামলা রয়েছে, যাতে আদালত তাকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দেন। দীর্ঘদিন ধরে তিনি পলাতক ছিলেন।

র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে সুমন শেখ এলাকায় চুরি ও ডাকাতিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানা গেছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...