Logo Logo

ফরিদপুরে পিস্তল ঠেকিয়ে গৃহবধূর ইমিটেশনের দুল ছিনতাই


Splash Image

ফরিদপুরে পিস্তল সদৃশ বস্তু ঠেকিয়ে এক গৃহবধূর কানের দুল ছিনিয়ে নিয়েছে দুই ছিনতাইকারী। মঙ্গলবার (২১ অক্টোবর) ভোর সোয়া ৬টার দিকে পৌরসভার ১নং ওয়ার্ডের উত্তর শোভারামপুর এলাকায় এ ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


জানা গেছে, ছিনতাইকারীরা যে দুল ছিনিয়ে নেয়, সেটি আসলে ইমিটেশনের ছিল। পুরো ঘটনাটি ধরা পড়ে পাশের একটি মুদি দোকানের সিসিটিভি ক্যামেরায়।

ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে মঙ্গলবার সন্ধ্যার পর তা ব্যাপকভাবে ভাইরাল হয়।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, ভোর ৬টা ১০ মিনিটে একটি মোটরসাইকেলে করে দুই যুবক আসে। পেছনের জনের পরনে সাদা রঙের শার্ট ও সামনের জনের পরনে কালো রঙের শার্ট ছিল। দুজনেরই মাথায় হেলমেট। পেছনের যুবক প্রথমে গৃহবধূর কানের দুলে টান দেন, আর সামনের যুবক পিস্তল সদৃশ বস্তু বের করে ভয় দেখান। এ সময় ওই নারী ভয় পেয়ে নিজেই অপর দুলটি খুলে তাদের হাতে তুলে দেন।

ছিনতাইয়ের শিকার গৃহবধূর নাম মঞ্জু রানী দাস (৩৫)। তিনি উত্তর শোভারামপুর এলাকার বাসিন্দা বিষু দাসের স্ত্রী। বিষু দাস স্থানীয় একজন মুদি ব্যবসায়ী।

মঞ্জু রানী দাস বলেন, “প্রতিদিনের মতো ভোরবেলা ঘুম থেকে উঠে স্বামীর দোকানের সামনে ঝাড়ু দিচ্ছিলাম। হঠাৎ মোটরসাইকেলে দুই যুবক আসে। এসে কানের দুল ধরে টান দেয়। তখন পিস্তল বের করে বলে—চিৎকার করলে গুলি করবে। ভয় পেয়ে আমি নিজেই খুলে তাদের হাতে দেই।”

ওই গৃহবধূর স্বামী বিষু দাস বলেন, “আমি সকালে ঘুম থেকে দেরিতে উঠি। পরে স্ত্রী ডেকে ঘটনাটা জানায়। দোকানের সিসিটিভি ফুটেজে দেখি, দুই যুবক মোটরসাইকেলে এসে পিস্তলের ভয় দেখিয়ে দুল ছিনিয়ে নেয়। দুলগুলো সোনার নয়, ইমিটেশনের ছিল। তারা সোনা ভেবে ছিনতাই করেছে, তাই আর্থিক ক্ষতি হয়নি।”

ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান বলেন, “ঘটনার পরপরই আমরা ছিনতাইকারীদের শনাক্তে কাজ শুরু করেছি। অনুসন্ধান টিম মাঠে আছে। আশা করি দ্রুতই তাদের গ্রেপ্তার করা সম্ভব হবে।”

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...