বিজ্ঞাপন
আজ বুধবার (২২ অক্টোবর) বিকেলে মহানগরের জয়দেবপুর রাজদিঘির পশ্চিমপাড় চেয়ারম্যানপাড়া এলাকায় এ অভিযান চালানো হয়। আটক ব্যক্তির নাম সোহেল রানা।
পুলিশ জানায়, সোহেল রানা দীর্ঘদিন ধরে জাল দলিল, নকল সিল ও বিভিন্ন সরকারি দপ্তরের নথি তৈরি করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনী অভিযান পরিচালনা করে তার কাছ থেকে বিপুল পরিমাণ জাল কাগজপত্র, সরকারি কর্মকর্তাদের নকল সিল ও বিভিন্ন নথি উদ্ধার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে সোহেল রানা জানান, এই কাজে তার সঙ্গে আরও একজন দলিল লেখক ও জেলা প্রশাসকের কার্যালয়ের এক কর্মচারী জড়িত রয়েছে। বিষয়টি তদন্ত করে সংশ্লিষ্টদের আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছে পুলিশ।
অভিযানে সেনাবাহিনীর গাজীপুর ক্যাম্পের মেজর ওয়ালিউল্লাহ, গাজীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদুর রহমান রুবেলসহ সেনা ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
সর্বশেষ
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...