গ্রাফিক্স : ভোরের বাণী।
বিজ্ঞাপন
যেসব দেশ থেকে যুক্তরাষ্ট্রে অভিবাসীর সংখ্যা তুলনামূলকভাবে কম, মূলত সেসব দেশের নাগরিকরাই এই ভিসা পাওয়ার যোগ্য হন। প্রতি বছর প্রায় ৫৫ হাজার মানুষ এ প্রোগ্রামের আওতায় যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের অনুমতি পান।
তবে গত কয়েক বছরের মতো এবারও বাংলাদেশ এই সুবিধার বাইরে থাকছে। যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্ধারিত অভিবাসন সীমা অতিক্রম করায় বাংলাদেশসহ কয়েকটি দেশকে এ বছরের ডিভি লটারির তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমস এর ১৯ অক্টোবরের প্রতিবেদনে বলা হয়, গত পাঁচ বছরে যুক্তরাষ্ট্রে অভিবাসন সীমা পেরিয়ে যাওয়ায় বাংলাদেশ, ভারত, ব্রাজিল, কানাডা, চীন ও হংকং, কলম্বিয়া, ডোমিনিক রিপাবলিক, এল সালভাদর, হাইতি, হন্ডুরাস, জ্যামাইকা, মেক্সিকো, নাইজেরিয়া, পাকিস্তান, ফিলিপাইন, দক্ষিণ কোরিয়া, ভেনেজুয়েলা ও ভিয়েতনামকে ডিভি লটারির সুবিধা থেকে বাদ দেওয়া হয়েছে।
যুক্তরাষ্ট্রের নিয়ম অনুযায়ী, যে দেশ থেকে গত পাঁচ বছরে ৫০ হাজার বা তার বেশি নাগরিক অভিবাসন নিয়ে সেখানে গেছেন, সে দেশের নাগরিকদের ডিভি লটারির জন্য অযোগ্য ঘোষণা করা হয়।
ডিভি লটারির জন্য প্রতি বছর লক্ষাধিক আবেদনকারী অনলাইনে ইলেকট্রনিক এন্ট্রি ফর্মের মাধ্যমে নিবন্ধন করেন। আবেদন প্রক্রিয়া শেষ হওয়ার পর ‘র্যান্ডোমাইজড কম্পিউটার ড্র’ বা কম্পিউটারভিত্তিক লটারির মাধ্যমে নির্বাচিত করা হয় নির্দিষ্টসংখ্যক আবেদনকারীকে। নির্বাচিত ব্যক্তিরা এরপর ভিসার জন্য আবেদন করতে পারেন। আর যারা ইতিমধ্যে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন এবং অন্য সব শর্ত পূরণ করেন, তারা স্থায়ী অভিবাসনের জন্য তাদের স্ট্যাটাস পরিবর্তনের সুযোগ পান।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...