বিজ্ঞাপন
শনিবার (২৫ অক্টোবর) বিকেলে নীলফামারীর বড় মাঠে সাদা জার্সি পরে মাঠে নামেন টেলিভিশন ক্যামেরা জার্নালিস্টদের দল, আর লাল জার্সি পরে খেলেন সাংবাদিক একাদশ দল। দুই দলের এগারো-এগারো খেলোয়াড় ২২ জন মাঠে ছিলেন।
ম্যাচে শেষ পর্যন্ত ২/১ গোলে বিজয় লাভ করে টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশন। ‘ম্যান অফ দ্যা ম্যাচ’ নির্বাচিত হন সময় টিভির রংপুর ব্যুরো প্রতিনিধি নাজমুল ইসলাম নিশাদ। উপস্থিত দর্শকরা পুরো খেলাটি প্রাণভরে উপভোগ করেন।
প্রীতি ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক মীর সেলিম ফারুক, জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট আল ফারুক আব্দুল লতিফ, নীলফামারী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি আতিয়ার রহমান, সাধারণ সম্পাদক নুর আলম বাবু, সাবেক সভাপতি তাহমিদ হক ববি ও সাধারণ সম্পাদক হাসান রাব্বি প্রধান।
প্রধান অতিথি মোহাম্মদ নায়িরুজ্জামান বলেন, “নিয়মিত খেলাধুলা করলে শরীর ও মন চাঙ্গা থাকে। সাংবাদিকদের এই খেলা দেখে জেলার বিভিন্ন স্তরের লোকদের মধ্যে খেলাধুলার প্রতি আগ্রহ বৃদ্ধি পাবে বলে আমি আশা করি।”
নীলফামারী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও আরটিভি জেলা প্রতিনিধি হাসান রাব্বি প্রধান বলেন, “আমরা সব সময় অন্যের খবর লিখি। আজ আমরা সবাই মিলে একটি মিলনমেলার আয়োজন করেছি, এটি খুবই আনন্দের। কাজের মধ্যে সবাইকে এমনভাবে দেখা হয় না। বন্ধুত্ব আরও দৃঢ় হলো। গণমাধ্যম কর্মীদের জন্য এরকম আয়োজন সব সময় হওয়া উচিত।”
খেলা শেষে বিজয়ী এবং অংশগ্রহণকারী খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...