বিজ্ঞাপন
বিজিবি সূত্রে জানা গেছে, গতকাল রাতে (২৫ অক্টোবর, শনিবার) বিজিবি-৪ ব্যাটালিয়নের সদস্যরা সীমান্ত এলাকায় এই বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় গরু, শাড়ি, ওষুধসহ বিভিন্ন ধরনের চোরাই পণ্য উদ্ধার করা হয়।
জব্দকৃত এসব চোরা মালামালের আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি ২০ লাখ টাকা। সীমান্ত পথে চোরাচালান প্রতিরোধে বিজিবির নিয়মিত অভিযানের অংশ হিসেবে এই সাফল্য এসেছে।
বিজিবি কর্তৃপক্ষ জানিয়েছে, জব্দ করা মালামাল পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য ফেনী ক্যাম্পে জমা রাখা হয়েছে। চোরাচালানের সঙ্গে জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে।
প্রতিবেদক- মশি উদ দৌলা রুবেল, ফেনী।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...