বিজ্ঞাপন
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার কাছে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ইসরায়েলি সেনাবাহিনীর অন্তত ১২ সদস্য আহত হয়েছেন। স্থানীয় সময় রবিবার (২৬ অক্টোবর) সকালে গাজা সীমান্তের নিকটবর্তী এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল।
প্রতিবেদনে বলা হয়েছে, সেনাবাহিনীর টহলরত দুটি হাম্বি সামরিক গাড়ি একে অপরের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে গাড়িগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং বিভিন্ন র্যাংকের অন্তত ১২ সেনা আহত হন। দুর্ঘটনার পরপরই আহতদের দ্রুত উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নেওয়া হয়।
তবে কীভাবে দুটি সামরিক গাড়ির মধ্যে দুর্ঘটনা ঘটল তা স্পষ্ট করে জানায়নি ইসরায়েলি সেনাবাহিনী। এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে বলে জানা গেছে।
উল্লেখ্য, গত ১৩ অক্টোবর ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ও দখলদার ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হয়। চুক্তি অনুযায়ী বর্তমানে গাজার প্রায় ৫৩ শতাংশ এলাকায় এখনো ইসরায়েলি সেনারা অবস্থান করছে। তারা প্রতিনিয়ত গাজা থেকে সীমান্ত এলাকায় যাতায়াত করে।
বিশ্লেষকরা বলছেন, যুদ্ধবিরতি কার্যকর হলেও গাজা সীমান্তে উত্তেজনা রয়ে গেছে। সাম্প্রতিক এই দুর্ঘটনা সীমান্ত এলাকায় টহল কার্যক্রমের নিরাপত্তা নিয়ে নতুন প্রশ্ন তুলেছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...