Logo Logo

মঙ্গলবার সিলেট নগরীর যেসব এলাকায় থাকবে না বিদ্যুৎ


Splash Image

বিতরণ লাইন ও ট্রান্সফরমারের জরুরী মেরামত কাজ এবং গাছের ডালপালা কাটার জন্য মঙ্গলবার সিলেটের বেশ কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বিদ্যুৎ উন্নয়ন ও বিতরণ বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী মো. আব্দুর রাজ্জাক এই তথ্য নিশ্চিত করেছেন।


বিজ্ঞাপন


তিনি জানান, আগামী মঙ্গলবার (২৮ অক্টোবর) সকাল ৭টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ১১ কেভি ফিডারের আওতাধীন সেনপাড়া, শিবগঞ্জ, ভাটাটিকর, সাদিপুর, টিলাগড়, গোপালটিলা ও এমসি কলেজ এবং এর সংলগ্ন এলাকাগুলোতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।

তবে, নির্বাহী প্রকৌশলী মো. আব্দুর রাজ্জাক আরও জানিয়েছেন, যদি নির্ধারিত সময়ের আগেই মেরামত কাজ সম্পন্ন হয়, তবে তাৎক্ষনিকভাবে বিদ্যুৎ সরবরাহ পুনরায় শুরু করা হবে। সাময়িক এই অসুবিধার জন্য তিনি গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করে সকলের সহযোগিতা চেয়েছেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...