বিজ্ঞাপন
নিহত শুভ দাস ভাঙ্গা উপজেলার নাসিরাবাদ ইউনিয়নের আবদুল্লাবাদ গ্রামের বাসিন্দা এবং মুদি দোকানি জয়ন্ত দাসের ছেলে। তিনি সদরপুর সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র ছিলেন।
পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গত রোববার সন্ধ্যা সাতটার দিকে শুভ দাস স্থানীয় আব্দুল্লাহবাদ বাজার থেকে হেঁটে বাড়ি ফিরছিলেন। ঠিক সেই সময় তাকে সাপে ছোবল দেয়। সাপে কামড়ানোর পর স্থানীয়রা দ্রুত তাকে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাঁর অবস্থার অবনতি হলে রাতেই তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ (সোমবার) দুপুরে তিনি মারা যান।
এ তথ্য নিশ্চিত করেছেন ভাঙ্গা উপজেলার নাসিরাবাদ ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের সদস্য রিপন মাতুব্বর। তিনি বলেন, সাপের কামড়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুভ দাসের মৃত্যু হয়েছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
সর্বশেষ
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...