Logo Logo

ফরিদপুরে নাবী পাটবীজ উৎপাদনকারী চাষীদের দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত


Splash Image

ফরিদপুর পাট অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন “উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ (দ্বিতীয় সংশোধিত)” প্রকল্পের আওতায় নাবী পাটবীজ উৎপাদনকারী চাষীদের দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।


বিজ্ঞাপন


ফরিদপুর সদর উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তরের যৌথ আয়োজনে (২৮ অক্টোবর) সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়।

ফরিদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান এর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ঢাকা পাট অধিদপ্তরের উপসচিব, উপপরিচালক ও উপ প্রকল্প পরিচালক সৈয়দ ফারুক আহম্মদ ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন।

বিশেষ অতিথি হিসেবে পাওয়ার পয়েন্টের মাধ্যমে চাষীদের প্রশিক্ষণ প্রদান করেন ফরিদপুর পাট গবেষনা ইনস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ মজিবর রহমান। এছাড়াও প্রশিক্ষক হিসেবে সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ আনোয়ার হোসেন এবং পাট অধিদপ্তরের সহকারী পরিচালক ওমর ফারুক তালুকদার গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পাট উন্নয়ন কর্মকর্তা তারেক মোঃ লুৎফুল আমিন, উপসহকারী পাট উন্নয়ন কর্মকর্তা মোঃ রবিউল ইসলাম প্রমুখ।

প্রশিক্ষণ অনুষ্ঠানে, প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে চাষীদের আধুনিক পদ্ধতিতে উন্নত মানের পাটচাষ ও পাটবীজ উৎপাদনের কলাকৌশল বিষয় নিয়ে সচেতনতা ও দক্ষতা বৃদ্ধিতে আলোচনা করা হয়। এছাড়াও অংশগ্রহণকারী চাষীদের পাট চাষ, পাটবীজ সংরক্ষণ, জাগ ও আঁশ ছাড়ানোসহ আধুনিক পদ্ধতিতে উন্নত মানের পাট চাষের বিষয়ে বিস্তারিত প্রশিক্ষণ দেওয়া হয়।

দিনব্যাপী এই প্রশিক্ষন কর্মশালায় সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের মোট ৭৫ জন পাট চাষীকে প্রশিক্ষণ দেওয়া হয়। অনুষ্ঠান শেষে প্রশিক্ষনার্থীদের মধ্যে পাটের তৈরি ব্যাগ প্রদান করা হয়।

প্রতিবেদক- রবিউল হাসান (রাজিব), ফরিদপুর।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...