Logo Logo

১২৮ জুলাই যোদ্ধার গেজেট বাতিল করল মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়


Splash Image

জুলাই গণঅভ্যুত্থানে আহত না হয়েও ‘জুলাই যোদ্ধা’ হিসেবে তালিকাভুক্ত হওয়া ১২৮ জনের গেজেট বাতিল করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। এদের মধ্যে ২৩ জনের নাম দ্বৈত গেজেটে ছিল, আর ১০৫ জন আহত বা আন্দোলনে সম্পৃক্ত না থাকায় তাদের গেজেট বাতিল করা হয়েছে।


বিজ্ঞাপন


বুধবার (২৯ অক্টোবর) মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জুলাই গণঅভ্যুত্থানে আহতদের প্রকাশিত গেজেট তালিকায় কিছু কিছু জুলাই যোদ্ধা আহত নয়, আন্দোলনে সম্পৃক্ত থেকেও আহত হননি। আবার কয়েকজনের নামে একাধিক গেজেট প্রকাশিত হয়েছে। জেলা কমিটির সুপারিশের ভিত্তিতে এসব অনিয়ম চিহ্নিত করে তাদের গেজেট বাতিল করা হয়েছে।

বাতিল হওয়া ১২৮ জনের মধ্যে ময়মনসিংহ বিভাগের ২১ জন, সিলেট বিভাগের ২৭ জন, চট্টগ্রাম বিভাগের ৩৯ জন, খুলনা বিভাগের ৯ জন, রংপুর বিভাগের ৩ জন, ঢাকা বিভাগের ১৪ জন, রাজশাহী বিভাগের ১৩ জন এবং বরিশাল বিভাগের ২ জন রয়েছেন।

এর মধ্যে গেজেটে দ্বৈততার কারণে ২৩ জন এবং আহত বা আন্দোলনে সম্পৃক্ত না থাকা ১০৫ জনের গেজেট বাতিল করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, যারা প্রতারণার মাধ্যমে ‘জুলাই যোদ্ধা’ হিসেবে তালিকাভুক্ত হয়েছেন এবং যারা এই অনিয়মে সহায়তা করেছেন, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে বেআইনিভাবে সরকারের অর্থ আত্মসাৎকারীদের বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণের ঘোষণা দিয়েছে মন্ত্রণালয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...