বিজ্ঞাপন
ফ্রেন্ডস ইন ভিলেজ ডেভেলপমেন্ট বাংলাদেশ (এফআইভিডিবি)-এর খাদিমপাড়া, সিলেটস্থ সেন্ট্রাল ট্রেনিং সেন্টার (সিটিসি) কনফারেন্স রুমে Recovery and Advancement of Informal Sector Employment (RAISE) প্রকল্পের কমিউনিটি আউটরিচ প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। এর মাধ্যমে স্থানীয় জনগণকে প্রকল্পের কার্যক্রম, সুবিধা এবং সহায়তার সুযোগ সম্পর্কে অবহিত করা হয়।
দেশের অনানুষ্ঠানিক খাতভুক্ত ছোটো উদ্যোগে মানব সক্ষমতার বিকাশ, উৎপাদনশীলতা বৃদ্ধি এবং বেকার তরুণদের উপযুক্ত কর্মসংস্থানে সম্পৃক্ত করার লক্ষ্যে প্রকল্পটি বিশ্বব্যাংক ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর যৌথ অর্থায়নে সারা দেশের শহর ও শহরতলি এলাকায় বাস্তবায়ন করা হচ্ছে।
প্রকল্পের আওতায় পিছিয়ে পড়া ৯৬,০০০ জন তরুণ উদ্যোক্তাকে ‘ব্যবসায় ব্যবস্থাপনা ও উদ্যোগ উন্নয়ন’ বিষয়ক সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি অর্থায়ন করা হচ্ছে। এর পাশাপাশি নিম্ন আয়ের পরিবারভুক্ত ৭৩,০০০ জন বেকার তরুণকে শিক্ষানবিশি কার্যক্রমের আওতায় দক্ষ কারিগর (মাস্টার ক্র্যাফটসপার্সন)-এর প্রত্যক্ষ তত্ত্বাবধানে ‘ওস্তাদ-শাগরেদ’ মডেলে কারিগরি দক্ষতা উন্নয়নের মাধ্যমে উপযুক্ত কর্মে নিযুক্ত হতে সহায়তা করা হচ্ছে।
এছাড়া, কোভিড-১৯ বা অন্য কোনো দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৫৬,৫০০ উদ্যোগকে পুনরুজ্জীবিত করার লক্ষ্যে অর্থায়ন ও ‘ঝুঁকি ব্যবস্থাপনা ও ব্যবসায় ধারাবাহিকতা’ বিষয়ক প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। উল্লেখ্য, প্রকল্পে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠী (যেমন: দলিত, ক্ষুদ্র নৃগোষ্ঠী, চর, হাওর, পার্বত্য ও উপকূলীয় এলাকার অধিবাসী এবং প্রতিবন্ধী তরুণ)-এর অন্তর্ভুক্তিকরণের বিষয়টি অগ্রাধিকার দেয়া হচ্ছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনাব রুহেল কবির, পরিচালক, আইএফএসপি, জনাব আরিফুল ইসলাম, সহকারী সমন্বয়ক আইএফএসপি, জনাব শুভাশীষ সেন, আঞ্চলিক ব্যবস্থাপক, সিলেট-১, আইএফএসপি এবং RAISE প্রকল্পের সমন্বয়ক জনাব আব্দুর রব। এছাড়া আরো উপস্থিত ছিলেন RAISE প্রকল্পের কেস ম্যানেজমেন্ট অফিসার নাবিলা নুজহাত হাই, লাইফ স্কিল এন্ড এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট অফিসার জনাব মতিয়ার রহমান এবং একাউন্টস অফিসার জনাব শাহ হিসাম আহমেদ।
জনাব রুহেল কবির বলেন, “RAISE প্রকল্প প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের মাধ্যমে তারা ভবিষ্যতে আত্মনির্ভর হতে পারবে। কমিউনিটি আউটরিচ প্রোগ্রাম জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি ও প্রকল্পের কার্যক্রমে অংশগ্রহণ নিশ্চিত করবে।”
প্রোগ্রামে অংশগ্রহণকারীরা প্রকল্পের লক্ষ্য, পরিকল্পনা ও সুবিধাভোগীদের অভিজ্ঞতা সম্পর্কে অবগত হন এবং নিজেদের মতামত শেয়ার করেন। এক অংশগ্রহণকারী বলেন, “RAISE প্রকল্প তরুণদের শুধু কর্মসংস্থানের জন্য প্রস্তুত করছে না, বরং আত্মবিশ্বাস ও জীবন দক্ষতা বৃদ্ধি করে সমাজে তাদের স্থায়ী অবস্থান তৈরি করছে।”
RAISE প্রকল্পের আওতায় দক্ষতা উন্নয়নের মাধ্যমে বেকার তরুণরা স্বনির্ভর জীবিকা অর্জনের সুযোগ পাচ্ছেন। পাশাপাশি তরুণ উদ্যোক্তা ও অভিজ্ঞ মাস্টার ক্র্যাফটসপার্সনদের সক্রিয় অংশগ্রহণ প্রকল্পকে আরও কার্যকর করে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সহায়ক হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন FIVDB ও RAISE প্রকল্পের কর্মকর্তা-কর্মচারী, তরুণ নারী-পুরুষ উদ্যোক্তা, অভিভাবক এবং গণমাধ্যমের প্রতিনিধিবৃন্দ। আলোচনা ও মতবিনিময়ের মধ্য দিয়ে অনুষ্ঠান দুপুর ১টায় সমাপ্ত হয়।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...