Logo Logo

বগুড়ার শেরপুরে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার


Splash Image

বগুড়ার শেরপুর উপজেলার আমাইডাঙ্গা বিলের মধ্য থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে শেরপুর থানা পুলিশ।


বিজ্ঞাপন


শেরপুর থানার পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুর ১টার দিকে উপজেলার সুঘাট ইউনিয়নের গোয়ালজানি গ্রামের আমাইডাঙ্গা বিলের পানি থেকে এই লাশটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানায়, কিছু শিশু জলপাই কুড়াতে বিলের পাড়ে আসে। তারা মরদেহটি ভাসতে দেখে চিৎকার শুরু করে। চিৎকার শুনে তাদের আত্মীয়-স্বজন ছুটে এসে লাশটি নিশ্চিত করে। খবর দ্রুত ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়। পরে স্থানীয়রা বিষয়টি থানা পুলিশকে জানান।

শেরপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বিল থেকে মরদেহটি উদ্ধার করে। নিহত যুবকের পরিচয় এখনো জানা যায়নি। তবে তার বয়স আনুমানিক ২২ থেকে ২৫ বছরের মধ্যে হবে বলে ধারণা করা হচ্ছে।

শেরপুর থানার অফিসার ইনচার্জ এস এম মঈনুদ্দিন বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি একটি মানসিক ভারসাম্যহীন যুবকের ঘটনা। লাশ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।”

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...