Logo Logo

নালিতাবাড়ীতে সমবায় দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত


Splash Image

শেরপুরের নালিতাবাড়ীতে “সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়” প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের যৌথ আয়োজনে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।


বিজ্ঞাপন


শনিবার (১ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এরপর একটি বর্ণাঢ্য র‍্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এবং উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।

র‍্যালির পর উপজেলা তেপান্তর হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সহকারী সমবায় অফিসার সোহাগ সঞ্চালনা করেন। সভাপতিত্ব করেন উপজেলা সমবায় অফিসার মুহাম্মদ আমির হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার ববি। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আনিসুর রহমান এবং বিআরডিবি চেয়ারম্যান এমএ রায়হান। এছাড়া বিভিন্ন সমবায় সমিতির সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গও অনুষ্ঠানে অংশ নেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, “সমবায় আন্দোলন দেশের আর্থ-সামাজিক উন্নয়নের অন্যতম চালিকা শক্তি”। তারা আরও উল্লেখ করেন, সহযোগিতা ও ঐক্যের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে সমবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

সভাপতির বক্তব্যের মধ্যদিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...