Logo Logo

ভোলায় বিএনপি-বিজেপি সংঘর্ষ, আহত অর্ধশত


Splash Image

ভোলায় বিএনপি ও বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি)–এর পৃথক সমাবেশকে কেন্দ্র করে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে।


বিজ্ঞাপন


শনিবার (১ নভেম্বর) দুপুরে শহরের নতুন বাজার এলাকায় এই সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৫০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনকে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১১টায় জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিজেপি একটি মিছিল বের করে। মিছিল শেষ করে দলীয় কার্যালয়ে সমাবেশ করেন তারা। অন্যদিকে জেলা বিএনপিও দলীয় কার্যালয়ে সমাবেশের পর মিছিল বের করে। উভয় পক্ষের সমাবেশ ও মিছিলে বাঁধা দেয়াকে কেন্দ্র করে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে।

ঘটনাস্থল থেকে পাওয়া তথ্য অনুযায়ী, সংঘর্ষে গনমাধ্যমকর্মীসহ অন্তত ৫০ জন আহত হয়েছেন। পাশাপাশি গাড়ি ও অফিস ভাংচুর করা হয়েছে এবং বেশ কিছু পোস্টার ও ব্যানার ধ্বংস হয়েছে।

সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ও নৌবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। উভয় দল একে অপরের বিরুদ্ধে হামলা ও উসকানির অভিযোগ করেছে। তবে এখনো এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং স্থানীয়রা যে কোনো সময় ফের সংঘর্ষের আশঙ্কা প্রকাশ করেছেন।

পুলিশ জানিয়েছে, পরিস্থিতি শান্ত রাখতে তারা গুরুত্বপূর্ণ স্থানে মোতায়েন রয়েছেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য সতর্কতা অবলম্বন করা হচ্ছে।

প্রতিবেদক- রিয়াজ উদ্দিন, ভোলা।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...