বিজ্ঞাপন
সোমবার (৩ নভেম্বর) বিকেলে কাঁঠালিয়া উপজেলার আওরাবুনিয়া ইউনিয়ন পরিষদ চত্বরে বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজিত নির্বাচনী প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ প্রতিশ্রুতি দেন।
গোলাম আজম সৈকত বলেন, “আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই, যেখানে কেউ চিকিৎসা ও শিক্ষা থেকে বঞ্চিত হবে না। তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ক্ষমতায় এলে প্রতিটি নাগরিকের হাতে থাকবে স্বাস্থ্য কার্ড, যাতে দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষও বিনামূল্যে বা স্বল্প খরচে চিকিৎসা পাবে। একইভাবে কৃষকদের উৎপাদন সহায়তা, সার-বীজ ও ঋণ সুবিধা নিশ্চিত করতে কৃষক কার্ড চালু করা হবে।”
তিনি আরও বলেন, “দেশে গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনতে বিএনপি নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে মাঠে থাকতে হবে। আমাদের লক্ষ্য ক্ষমতা নয়, জনগণের অধিকার প্রতিষ্ঠা। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে জনগণ তাদের অধিকার ফিরে পাবে— এই বিশ্বাস আমরা রাখি।”
৩১ দফা রাষ্ট্র সংস্কার প্রসঙ্গে গোলাম আজম সৈকত বলেন, “এই ৩১ দফা আমাদের জাতীয় জীবনের পুনর্গঠনের রূপরেখা। এর মাধ্যমে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা, দুর্নীতিমুক্ত প্রশাসন, কৃষি, শিক্ষা ও স্বাস্থ্যখাতে যুগান্তকারী সংস্কার এবং তরুণদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। দেশের প্রতিটি পরিবার যেন নিরাপত্তা, ন্যায়বিচার ও মর্যাদা পায়, সেটিই বিএনপির লক্ষ্য।”
সভায় আওরাবুনিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আলম সিকদারের সভাপতিত্বে এবং ইউনিয়ন বিএনপি নেতা কাজী জিয়াউর রহমান ইলিয়াসের সঞ্চালনায় আরও বক্তব্য দেন কাঁঠালিয়া উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি জাকির হোসেন কিসলু সিকদার, খাইরুল ইসলাম খোকন, ফজলুর রহমান ফুল, মালয়েশিয়া স্বেচ্ছাসেবক দল শাখার সহ-সভাপতি গোলাম কবির, উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম, কৃষকদলের আহবায়ক আব্দুল মালেক তালুকদার, শ্রমিকদলের সভাপতি জাকির হোসেন পান্না মুন্সিসহ আরও অনেকে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...