বিজ্ঞাপন
এই নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপন মঙ্গলবার (৪ নভেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে আইন মন্ত্রণালয়ের সলিসিটর উইং থেকে জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে সই করেছেন সলিসিটর মো. মঞ্জুরুল হোসেন।
সরকারি এ পদে নতুন নিয়োগের মাধ্যমে রাষ্ট্রপক্ষে বিচারিক কার্যক্রম আরও কার্যকরভাবে পরিচালনার লক্ষ্যে প্রস্তুতি নেওয়া হচ্ছে। নতুন নিয়োগপ্রাপ্ত কর্মকর্তারা সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের বিভিন্ন মামলায় রাষ্ট্রপক্ষের আইনগত দায়িত্ব পালন করবেন।
আইন মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, এই পদোন্নতি ও নিয়োগ প্রক্রিয়া সরকারের উচ্চতম পর্যায়ের নজরদারিতে সম্পন্ন হয়েছে এবং এটি দেশের বিচারব্যবস্থাকে আরও শক্তিশালী করার উদ্দেশ্য বহন করে।
নিয়োগপ্রাপ্ত ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলরা আগামী কার্যদিবস থেকে তাদের দায়িত্ব পালন শুরু করবেন বলে প্রত্যাশা করা হচ্ছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...