বিজ্ঞাপন
গ্রেফতার হওয়া রবিউল ইসলাম (৪৮) বিলাইছড়ি উপজেলার ২ নং কেংড়াছড়ি ইউনিয়নের ১ নং ওয়ার্ডের সদস্য। তিনি গাছকাটাছড়া মুখ পাড়ার বাসিন্দা এবং রফিকুল ইসলাম ও কুলসুম বেগমের ছেলে।
বিলাইছড়ি থানার সূত্রে জানা যায়, মঙ্গলবার (৪ নভেম্বর) বিকাল আনুমানিক ৪:৩০ টার সময় থানার এসআই (নি:) শরীফুল ইসলাম এবং তাঁর নেতৃত্বে গঠিত ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে রবিউল ইসলামকে বিলাইছড়ি বাজার এলাকা থেকে আটক করে।
তিনি মুলতবি থাকা সিআর-২৭৯/২৫, ধারা-এনআই অ্যাক্ট এর ১৩৮ এর ওয়ারেন্টভুক্ত আসামি ছিলেন। গ্রেফতারের পর আজ সকালে তাকে রাঙ্গামাটির বিজ্ঞ আদালতের উদ্দেশ্যে প্রেরণ করা হয়।
বিলাইছড়ি থানার অফিসার ইনচার্জ মানস বড়ুয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, "রবিউল ইসলাম সিআর-২৭৯/২৫, ধারা-এনআই অ্যাক্ট এর ১৩৮ এর ওয়ারেন্টভুক্ত আসামী, তাই তাকে গ্রেফতার করে আজ আদালতে প্রেরণ করা হয়েছে।"
জনপ্রিয়
বিজ্ঞাপন
সর্বশেষ
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...