Logo Logo

ছাগলনাইয়ায় যুবককে প্রকাশ্যে হামলার ঘটনায় প্রধান আসামী গ্রেফতার


Splash Image

ফেনীর ছাগলনাইয়ায় প্রকাশ্যে এক যুবককে মারধরের ঘটনায় দায়ের করা জিআর মামলার প্রধান আসামি নুরুল আলম (৪৫) কে গ্রেফতার করেছে পুলিশ।


বিজ্ঞাপন


বুধবার (৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ছাগলনাইয়া থানার এসআই শাহ আলমের নেতৃত্বে পুলিশের একটি দল থানা রোড এলাকা থেকে তাকে গ্রেফতার করে।

থানা সূত্রে জানা যায়, গত ২৩ অক্টোবর বিকেলে জায়গা সংক্রান্ত বিরোধের জেরে নুরুল আলম, তার ভাই সামছুল হক (৪২) ও ছেলে নোমান (২৫) সংঘবদ্ধভাবে বাঁশপাড়া গ্রামের মৃত আবুল বাশারের ছেলে ইবনে জাহেদ (৩০)-এর ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় লাঠি ও লোহার রড দিয়ে এলোপাতাড়ি মারধরের ঘটনায় জাহেদ গুরুতর আহত হন।

এ ঘটনায় ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে ছাগলনাইয়া থানায় একটি মামলা দায়ের করা হয়, যা পরবর্তীতে জিআর মামলায় রূপ নেয়।

ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, “ঘটনার পর থেকে আসামি পলাতক ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। মামলার অন্যান্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।”

প্রতিবেদক- মশি উদ দৌলা রুবেল, ফেনী।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...