Logo Logo

গ্যালারিতে ক্যাচ নিলেই বল রেখে দিতে পারবেন দর্শকরা!


Splash Image

ছবি : সংগৃহিত

ক্রিকেট খেলার অন্যতম প্রাণ দর্শকদের সম্পৃক্ততা বাড়াতে অভিনব নিয়ম চালু করছে বিগ ব্যাশ লিগ। মাঠে দর্শকের সরব উপস্থিতি বাড়ানোই এর উদ্দেশ্য। ‘দর্শক ক্যাচ’ নিয়ম অনুযায়ী, বিগ ব্যাশ লিগের পরের আসরে গ্যালারিতে ক্যাচ নিতে পারলেই বল নিজের করে নিতে পারবেন দর্শকরা।


বিজ্ঞাপন


এই ধরনের নিয়ম রয়েছে বেসবলে, সেখান থেকে অনুপ্রাণিত হয়েছে বিগ ব্যাশ। মেজর লিগ বেসবলে গ্যালারিতে বসে ক্যাচ নিতে পারলে আর বল ফেরত দিতে হয় না দর্শকদের।

ছেলে ও মেয়েদের বিগ ব্যাশে এই নিয়ম চালু হচ্ছে আংশিকভাবে। ম্যাচের দুই ইনিংসের প্রথম ওভারে ছক্কা হয়ে যদি গ্যালারিতে বল যায় এবং সেটি ক্যাচ নিতে পারেন, তাহলে বল বাসায় নিয়ে যেতে পারবেন দর্শকরা।

ক্রিকেট অস্ট্রেলিয়ার ব্যাংকিং পার্টনার ‘ওয়েস্টপ্যাক’ এই উদ্যোগের স্পন্সর হয়েছে। রবিবার নারী বিগ ব্যাশের প্রথম ম্যাচ থেকেই কার্যকর হয়ে যাবে এই নিয়ম।

প্রতি ইনিংসে ওয়েস্টপ্যাক ব্র্যান্ডের বল দিয়ে খেলা শুরু হবে। একইসঙ্গে আম্পায়াররা নিজেদের পকেটে একটি বাড়তি বল রাখবেন। প্রথম ছয় বলে যতবারই বল গ্যালারিতে দর্শকরা ক্যাচ নিতে পারবেন, ততবারই তারা স্মারক হিসেবে সেটি রেখে দিতে পারবেন। আর আম্পায়ারের পকেটে থাকা বাড়তি বল দিয়ে খেলা শুরু করা হবে।

তবে এক ইনিংসের প্রথম ওভার শেষে নতুন কুকাবুরা বল দিয়ে বাকি ১৯ ওভার খেলা হবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...