Logo Logo

টুঙ্গিপাড়ায় গাড়ি ভাংচুর মামলায় দুই আ. লীগ নেতা কারাগারে


Splash Image

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পুলিশের উপর হামলা, গাড়ি ভাংচুর ও আওয়ামী লীগের ডাকা হরতালের সমর্থনে মশাল মিছিল মামলায় দুই আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।


বিজ্ঞাপন


পুলিশ জানায়, বুধবার রাতে পৃথক স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুরে আদালতের মাধ্যমে তারা গোপালগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন টুঙ্গিপাড়া পৌর আওয়ামী লীগের প্রচার সম্পাদক সৈয়দ শামিম হাসান (৪০) ও ১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি আজিজুল হক (৫৫)।

টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম জাহাঙ্গীর নিশ্চিত করেছেন, “গত ২ ফেব্রুয়ারি উপজেলার বাঘিয়ারঘাট স্কুল এন্ড কলেজের সামনে, আওয়ামী লীগের কর্মসূচির সময় পুলিশের উপর হামলা, গাড়ি ভাংচুর এবং হরতালের সমর্থনে মশাল মিছিলের ঘটনায় তাদের সংশ্লিষ্টতা থাকায় গ্রেপ্তার করা হয়েছে। সৈয়দ শামিম হাসানকে পাটগাতী বাসস্ট্যান্ড থেকে এবং আজিজুল হককে পাঁচকাহনিয়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।”

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ২ ফেব্রুয়ারি বাঘিয়ারঘাট স্কুল এন্ড কলেজের সামনের আওয়ামী লীগের লিফলেট বিতরণের সময় সাফায়েত গাজী নামে একজনকে ছাড়িয়ে নিতে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা পুলিশের উপর হামলা চালিয়ে গাড়ি ভাঙচুর করেন। এ ঘটনায় ৩ ফেব্রুয়ারি দুপুরে ১০৫ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত ৪৫০ জনকে আসামি করে টুঙ্গিপাড়া থানায় মামলা দায়ের করা হয়।

এরপর ১৭ ফেব্রুয়ারি ধানমন্ডি ৩২ নম্বর বাড়ি ভাংচুর ও শেখ হাসিনাসহ নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে ডাকা হরতালের সমর্থনে ডুমুরিয়া ইউনিয়নের পাকুরতিয়া বাজারে মশাল মিছিল বের করা হয়। পরদিন এই ঘটনায় টুঙ্গিপাড়া থানায় সন্ত্রাস বিরোধী আইনে আরও একটি মামলা দায়ের করা হয়। এতে ৫১ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত ২০০ জনকে আসামি করা হয়।

পুলিশ জানিয়েছে, উভয় মামলায় গ্রেপ্তারকৃতদের বিস্তারিত জিজ্ঞাসাবাদ চলছে এবং তদন্ত আরও বিস্তৃত আকারে চালানো হচ্ছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...