বিজ্ঞাপন
শুক্রবার (৯ নভেম্বর) বিকেলে বাকেরগঞ্জ উপজেলা বিএনপির হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্যফ্রন্টের উদ্যোগে আয়োজিত ইউনিয়ন শাখাগুলোর নবগঠিত কমিটির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন ঐক্যফ্রন্টের সভাপতি নিমাই কীর্তনীয়া।
আবুল হোসেন খান বলেন, বিএনপি জন্মলগ্ন থেকেই অসাম্প্রদায়িক রাজনীতির ধারক ও বাহক। যেকোনো মূল্যে বাকেরগঞ্জের সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা ও ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সোচ্চার। তিনি আরও বলেন, “এদেশে কেউ সংখ্যালঘু নয়, আমরা সবাই বাংলাদেশী। বিএনপি সব ধর্মীয় জনগোষ্ঠীর নিরাপত্তা বিধানে সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।”
তিনি উল্লেখ করেন, এ দেশের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সম্প্রদায়ের ধর্মীয় অনুষ্ঠানগুলোতে বিএনপি নেতাকর্মীরা সব সময় পাশে ছিল এবং সার্বিক সহযোগিতা করেছে।
অনুষ্ঠানে নবগঠিত বাকেরগঞ্জ উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের নেতৃবৃন্দকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আবুল হোসেন খান সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতি বিএনপির সংহতি পুনর্ব্যক্ত করেন।
সভায় নবগঠিত ইউনিয়ন কমিটির নেতারা বক্তব্যে উপজেলা বিএনপির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, তৃণমূল পর্যায়ে সংখ্যালঘু জনগোষ্ঠীর ওপর যেকোনো ধরনের হয়রানি রুখতে তারা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন। একই সঙ্গে তারা বিএনপির আগামী সব গণতান্ত্রিক কর্মসূচিতে সক্রিয় অংশগ্রহণের অঙ্গীকার করেন।
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন বাকেরগঞ্জ পৌর বিএনপির সভাপতি নাসির জোমাদ্দার, উপজেলা বিএনপির সদস্য সচিব কামরুজ্জামান মিজান মিয়া, বরিশাল জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের আহবায়ক মন্টু চন্দ্র বৈদ্য, সদস্য সচিব কলিন্স রায়, উপজেলা সদস্য সচিব গোপাল চন্দ্র দাসসহ উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।
সভায় ইউনিয়ন শাখার নবনির্বাচিত নেতৃবৃন্দের উপস্থিতিতে সংখ্যালঘু ঐক্য ও সহাবস্থানের বার্তা প্রতিধ্বনিত হয়।
প্রতিবেদক- মোঃ জাহিদুল ইসলাম, বরিশাল।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...