Logo Logo

ইসলামাবাদে হামলার দায় স্বীকার করলো পাকিস্তান তালেবান


Splash Image

মঙ্গলবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের জেলা ও দায়রা আদালতের বাইরে আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটে। এই হামলায় অন্তত ১২ জন নিহত এবং ২৭ জন আহত হয়েছেন। হামলার দায় স্বীকার করেছে দেশটির জঙ্গিগোষ্ঠী পাকিস্তান তালেবান।


বিজ্ঞাপন


পাকিস্তান তালেবান এক বিবৃতিতে জানিয়েছে, তাদের যোদ্ধা ইসলামাবাদের বিচার বিভাগীয় কমিশনের ওপর হামলা চালিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, পাকিস্তানের অনৈসলামিক আইনের অধীনে যারা রায় প্রদান করেছেন, সেই বিচারক, আইনজীবী ও কর্মকর্তাদেরই তারা লক্ষ্যবস্তু হিসেবে নিয়েছিলেন। পাশাপাশি গোষ্ঠীটি হুঁশিয়ারি দিয়েছে, মুসলিমপ্রধান পাকিস্তানে ইসলামিক শরিয়া আইন কার্যকর না হওয়া পর্যন্ত এই ধরনের হামলা অব্যাহত থাকবে।

এদিকে, হামলার সঙ্গে ভারতের কোনো সংযোগ থাকার অভিযোগ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। হামলার পর তিনি এক বিবৃতিতে বলেন, ভারতের সন্ত্রাসী বিভিন্ন প্রক্সি গোষ্ঠীর মাধ্যমে পাকিস্তানের নিরস্ত্র নাগরিকদের ওপর সন্ত্রাসী হামলা অত্যন্ত নিন্দনীয়। তিনি আরও বলেন, ‘‘ভারতকে এই অঞ্চলে প্রক্সির মাধ্যমে সন্ত্রাস ছড়ানোর জঘন্য কাজ থেকে বিরত থাকতে হবে।’’

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বিস্ফোরণের পর আফগানিস্তানের দিকে ইঙ্গিত করে মন্তব্য করেছেন, কাবুলের শাসকরা পাকিস্তানে সন্ত্রাস বন্ধ করতে পারলেও ইসলামাবাদে হামলার মাধ্যমে তারা একটি বার্তা পাঠিয়েছে, যার জবাব পাকিস্তান দিতে সক্ষম। তিনি বলেন, ‘‘আজকের হামলা দেশটির জন্য একটি সতর্কবার্তা। কেউ যদি মনে করেন, পাকিস্তান সেনাবাহিনী কেবল সীমান্ত এলাকা বা বেলুচিস্তানের প্রত্যন্ত অঞ্চলে যুদ্ধ করছে, তাহলে ইসলামাবাদের জেলা আদালতে আত্মঘাতী হামলাটি তাদের জন্য সতর্কবার্তা।’’

স্থানীয় সময় মঙ্গলবার বেলা ১২টা ৩৯ মিনিটে এই আত্মঘাতী বোমা হামলা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নিরাপত্তা বাহিনী এবং উদ্ধারকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান এবং আহতদের চিকিৎসা দেওয়া শুরু করেন।

পাকিস্তান তালেবানের এই হামলা দেশে নিরাপত্তা পরিস্থিতির জন্য নতুন একটি সংকেত হিসেবে বিবেচিত হচ্ছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...