বিজ্ঞাপন
বুধবার (১২ নভেম্বর) ফ্রান্সের দক্ষিণাঞ্চলীয় তুলুস শহরের মহাকাশ ও বিমান চলাচল কেন্দ্র ‘সেন্টার ন্যাশনাল দে’ স্টাড স্পেসিয়াল’-এ (CNES) এক সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন ম্যাক্রোঁ। বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, তিনি রাশিয়ার সাম্প্রতিক কর্মকাণ্ডকে সরাসরি ‘মহাকাশ নিরাপত্তার জন্য হুমকি’ বলে উল্লেখ করেন।
ম্যাক্রোঁ অভিযোগ করেন, ২০২২ সালে ইউক্রেনে আক্রমণ শুরু করার পর থেকে রাশিয়া মহাকাশে গুপ্তচর কার্যক্রম চালাচ্ছে। তার দাবি, “বেশ কিছু দিন ধরেই রুশ মহাকাশ যানগুলো ফরাসি উপগ্রহগুলোকে ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে।”
তিনি আরও জানান, ফরাসি মহাকাশ স্থাপনাগুলো সাম্প্রতিক সময়ে ব্যাপক জিপিএস সিগন্যাল জ্যাম এবং সাইবার আক্রমণের শিকার হয়েছে। এ ধরনের কর্মকাণ্ডকে ‘রাষ্ট্রীয় পর্যায়ের হুমকি’ বলে আখ্যা দিয়ে ম্যাক্রোঁ বলেন, “ফ্রান্সকে এখন মহাকাশে তার সামরিক উপস্থিতি ও প্রতিরক্ষা ক্ষমতা আরও জোরদার করতে হবে।”
ফরাসি প্রেসিডেন্ট ইঙ্গিত দেন, রাশিয়া মহাকাশে পারমাণবিক অস্ত্র মজুত করছে—যা তিনি “সমগ্র বিশ্বের জন্য এক বিপর্যয়কর পরিস্থিতি” বলে মন্তব্য করেন।
এ সংকট মোকাবিলায় ২০৩০ সাল পর্যন্ত মহাকাশ প্রতিরক্ষা খাতে অতিরিক্ত ৪.২ বিলিয়ন ইউরো বিনিয়োগের পরিকল্পনা ঘোষণা করেছেন ম্যাক্রোঁ। তবে ঠিক কোন খাতে এই অর্থ ব্যয় হবে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।
বিশ্লেষকরা মনে করছেন, এই তহবিল মূলত ফ্রান্সের মহাকাশ কৌশল উন্নয়নে, বিশেষ করে পুনর্ব্যবহারযোগ্য লঞ্চার এবং উচ্চক্ষমতাসম্পন্ন থ্রাস্ট ইঞ্জিন নির্মাণে ব্যয় করা হতে পারে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...