ছবি : এএফপি
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বার্তাসংস্থা আনাদোলুর এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। ইউএনআরডব্লিউএ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বিবৃতিতে জানিয়েছে, 'শেল্টার ক্লাস্টার' নামে একটি মানবিক প্ল্যাটফর্ম থেকে এই হিসাব পাওয়া গেছে। সংস্থাটি ইউএনআরডব্লিউএ এবং আন্তর্জাতিক রেড ক্রস ও রেড ক্রিসেন্ট ফেডারেশনের যৌথ ব্যবস্থাপনায় পরিচালিত হয়।
ইউএনআরডব্লিউএ আরও জানায়, শীত জাঁকিয়ে বসার আগেই লাখ লাখ ফিলিস্তিনি পরিবার তাঁবুতে দিন কাটাচ্ছে। তারা অত্যন্ত সংকীর্ণ জায়গায় গাদাগাদি করে থাকছে। এতে তাদের ব্যক্তিগত গোপনীয়তা মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে এবং বেঁচে থাকার জন্য মৌলিক নানা উপকরণের জন্যও লড়তে হচ্ছে।
প্রসঙ্গত, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর লাগাতার হামলায় কার্যত অঞ্চলটি বসবাসের অযোগ্য হয়ে পড়েছে। এই সময়ের মধ্যে ইসরায়েলি হামলায় ৬৯ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের অধিকাংশই নারী ও শিশু। এ ছাড়া আহত হয়েছেন আরও ১ লাখ ৭০ হাজার ৭০০ জনেরও বেশি মানুষ। ইসরায়েলের অব্যাহত হামলার কারণে উপত্যকায় মানবিক সাহায্য, খাবার ও চিকিৎসাসামগ্রী প্রবেশেও মারাত্মক বাধা তৈরি হচ্ছে, যা সংকটকে আরও গভীর করেছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...