বিজ্ঞাপন
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এ এইচ এম সাইফুল্লাহ রুবেল। তিনি বলেন, “বিএনপি সর্বদা শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ের অঙ্গীকারবদ্ধ। আগামী ত্রয়োদশ জাতীয় নির্বাচনে জনগণের ভোটে সংসদ সদস্য নির্বাচিত হতে পারলে এ আসনের শ্রমিকদের সুখে-দুঃখে পাশে থাকবো।”
তিনি নির্মাণ শ্রমিকদের বিভিন্ন সমস্যা, অধিকার, নিরাপত্তা ও পেশাগত উন্নয়ন নিয়ে বিস্তারিত বক্তব্য উপস্থাপন করেন। পাশাপাশি শ্রমিকদের অধিকার আদায়ে করণীয়, কর্মক্ষেত্রে সুযোগ-সুবিধা বৃদ্ধি, ন্যায্য মজুরি নিশ্চিতকরণসহ অন্যান্য দাবি-দাওয়ার বিষয়েও দিকনির্দেশনা দেন। শ্রমিকদের মধ্যে সচেতনতা বৃদ্ধি ও সংগঠনের প্রতি ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
সভায় জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। জেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের নেতাকর্মীরাও আলোচনা সভায় অংশ নেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...