Logo Logo

নীলফামারীতে জেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের নেতাকর্মীদের নিয়ে নির্বাচনী আলোচনা সভা


Splash Image

নীলফামারীতে জেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের নেতাকর্মীদের নিয়ে এক নির্বাচনী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় শহরের চৌরঙ্গীমোড় সংলগ্ন এলাকায় আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের আহ্বায়ক মো. খলিলুর রহমান।


বিজ্ঞাপন


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এ এইচ এম সাইফুল্লাহ রুবেল। তিনি বলেন, “বিএনপি সর্বদা শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ের অঙ্গীকারবদ্ধ। আগামী ত্রয়োদশ জাতীয় নির্বাচনে জনগণের ভোটে সংসদ সদস্য নির্বাচিত হতে পারলে এ আসনের শ্রমিকদের সুখে-দুঃখে পাশে থাকবো।”

তিনি নির্মাণ শ্রমিকদের বিভিন্ন সমস্যা, অধিকার, নিরাপত্তা ও পেশাগত উন্নয়ন নিয়ে বিস্তারিত বক্তব্য উপস্থাপন করেন। পাশাপাশি শ্রমিকদের অধিকার আদায়ে করণীয়, কর্মক্ষেত্রে সুযোগ-সুবিধা বৃদ্ধি, ন্যায্য মজুরি নিশ্চিতকরণসহ অন্যান্য দাবি-দাওয়ার বিষয়েও দিকনির্দেশনা দেন। শ্রমিকদের মধ্যে সচেতনতা বৃদ্ধি ও সংগঠনের প্রতি ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

সভায় জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। জেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের নেতাকর্মীরাও আলোচনা সভায় অংশ নেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...