বিজ্ঞাপন
নিহত শিশুরা হলেন, কলেজ স্টেশন এলাকার মো. মাসুদের মেয়ে তানহা (৭) এবং একই এলাকার মতিউর রহমানের মেয়ে আফরিন (৬)।
স্থানীয়রা জানান, দুই শিশু কলেজের পুকুরের পাশে খেলছিলেন। পরে তারা গোসল করার জন্য পুকুরে নামলে এ দুর্ঘটনা ঘটে। এসময় হঠাৎ একজন স্থানীয় ব্যক্তি একটি শিশুর মরদেহ পানিতে ভাসতে দেখে ফায়ার সার্ভিস কর্মীদের খবর দেন। দ্রুত পৌঁছানো ফায়ার সার্ভিসের কর্মীরা দুই শিশুকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
নীলফামারী সদর ইউনিটের ফায়ার ফাইটার মো. আলিফ জানান, “নীলফামারী সরকারি কলেজের পুকুরে গোসল করতে নেমে দুই শিশু পানিতে ডুবে যান। দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। আমরা আনুমানিক দুপুর আড়াইটার দিকে একটি ফোন কলের মাধ্যমে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই।”
স্থানীয়দের বরাত দিয়ে তিনি আরও জানান, দুই শিশু পুকুরের তীরে খেলছিলেন এবং হঠাৎ পানিতে নেমে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
এ বিষয়ে নীলফামারী জেলা প্রশাসন ও স্থানীয় পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...