বিজ্ঞাপন
রোববার (১৬ নভেম্বর) সকাল ১০টা থেকে নিজ নিজ কলেজে ‘নো প্রমোশন, নো ওয়ার্ক’ কর্মসূচি শুরু করেন তারা। উদ্যোগটি নেয় বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার প্রভাষক পরিষদ।
শিক্ষক নেতৃবৃন্দ জানান, বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের ৩২তম থেকে ৩৭তম ব্যাচের পদোন্নতিযোগ্য প্রভাষকরা দীর্ঘদিন ধরে সহকারী অধ্যাপক পদে পদোন্নতির দাবি জানিয়ে আন্দোলন করে আসছেন। আন্দোলনের মধ্যেই প্রভাষক থেকে সহকারী অধ্যাপক পদোন্নতির জন্য শিক্ষা মন্ত্রণালয় ডিপিসি সভা সম্পন্ন করলেও সরকারি আদেশ জারির শেষ মুহূর্তে আটকে যাচ্ছে প্রায় ১২ বছর ধরে পদোন্নতি বঞ্চিত দুই হাজার পাঁচশ’ শিক্ষকের প্রাপ্যতা।
তাদের অভিযোগ, মন্ত্রণালয় ইচ্ছা করলেই এই পদোন্নতি বাস্তবায়ন সম্ভব। তাই ৩২তম থেকে ৩৭তম ব্যাচ পর্যন্ত সকল পদোন্নতিযোগ্য প্রভাষকের পদোন্নতি নিশ্চিত করার দাবিতে নতুন করে কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
শিক্ষকরা জানিয়েছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত দেশের সব সরকারি কলেজে কর্মবিরতি অব্যাহত থাকবে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...