Logo Logo

মক্কা-মদিনা রুটে ভয়াবহ বাস দুর্ঘটনা, ৪২ ভারতীয় ওমরাহযাত্রী নিহত


Splash Image

সৌদি আরবে মক্কা থেকে মদিনার পথে একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ৪২ জন ভারতীয় ওমরাহযাত্রী নিহত হয়েছেন। দুর্ঘটনাটি রোববার স্থানীয় সময় রাত ১টা ৩০ মিনিটে মক্কা-মদিনা রুটের মুহরাস (মুফরিহাত) এলাকায় ঘটে। মুহরাস থেকে মদিনার দূরত্ব প্রায় ১৬০ কিলোমিটার।


বিজ্ঞাপন


সূত্রে জানা গেছে, নিহত সকল যাত্রী ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তেলেঙ্গানা-র বাসিন্দা ছিলেন। আহতদের মধ্যে অনেকে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। দুর্ঘটনায় নিহতদের মধ্যে নারীর সংখ্যা ২০ জন এবং শিশুর সংখ্যা ১১ জন।

দুর্ঘটনার সময় বাসটিতে থাকা অধিকাংশ যাত্রী ঘুমিয়ে ছিলেন। দুর্ঘটনায় বাসের সঙ্গে একটি ডিজেল ট্যাংকার সংঘর্ষের ফলে বাসে আগুন ধরে যায়।

তেলেঙ্গানা রাজ্যের মুখ্যমন্ত্রী রেভান্থ রেড্ডি এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। সোমবার মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়, “সৌদি আরবের মক্কা-মদিনায় সড়ক দুর্ঘটনায় ৪২ জন তেলেঙ্গানা বাসিন্দার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। নিহত ও আহত যাত্রীদের নাম-ঠিকানা সংগ্রহ ও খোঁজ-খবর নিতে রাজ্য প্রশাসনের কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি কেন্দ্রীয় পররাষ্ট্র মন্ত্রণালয় এবং সৌদি দূতাবাসের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে। প্রয়োজন হলে সৌদিতে তাৎক্ষণিক সহায়তা পাঠানোর ব্যবস্থা করা হবে।”

হায়দরাবাদের এমপি আসাদউদ্দিন ওয়াইসি ভারতীয় সংবাদমাধ্যম এএনআই-কে বলেন, “ডিজেল ট্যাংকারের সঙ্গে সংঘর্ষের ফলে বাসে আগুন ধরে গিয়েছিল। সৌদি আরবের ভারতীয় দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন (ডিসিএম) আবু মতিন জর্জ আমাকে আশ্বস্ত করেছেন যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। নিহত ও আহত যাত্রীদের নাম-পরিচয় উদ্ধারে হায়দরাবাদভিত্তিক দুটি ট্রাভেল এজেন্সির সঙ্গে যোগাযোগ করা হয়েছে। মৃতদের মরদেহ ফিরিয়ে আনা এবং আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করকে অনুরোধ করা হয়েছে।”

দুর্ঘটনার ঘটনায় ভারতীয় সরকার এবং স্থানীয় প্রশাসন উদ্ধার, চিকিৎসা ও পরিবারগুলোর সঙ্গে সমন্বয় চালিয়ে যাচ্ছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...