Logo Logo

নীলফামারীতে প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে ছাতা ও ব্যাগ বিতরণ


Splash Image

নীলফামারীতে উপজেলা পরিষদ উন্নয়ন তহবিল (ইউপিডিএফ)এর উদ্যোগে সদরের একাধিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে মঙ্গলবার (১৮ নভেম্বর) বিনামূল্যে স্কুল ব্যাগ ও ছাতা বিতরণ করা হয়েছে।


বিজ্ঞাপন


মঙ্গলবার (১৮ নভেম্বর) সকাল ১০টায় ইটাখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। পরবর্তীতে টুপামারী সরকারি প্রাথমিক বিদ্যালয়, দুহুলী পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ফুলতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উপস্থিত শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ ও ছাতা বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জছিজুল আলম মন্ডল, সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষক, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ইটাখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সন্তোষ কুমার রায় বলেন, “আজকের এই আয়োজনের মধ্য দিয়ে বিদ্যালয়গামী শিক্ষার্থীদের মনোযোগ আরও বৃদ্ধি পাবে।”

টুপামারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারহানা সুলতানা বলেন, “আমাদের বিদ্যালয় আজ আনন্দমুখর পরিবেশে সজ্জিত, যা পিছিয়ে পড়া শিক্ষার্থীদের অনেক উপকারে আসবে।” একই বিদ্যালয়ের সহকারী শিক্ষক সায়ফুল ইসলাম মানিক যোগ করেন, “চলমান থাকুক সরকারের এ সকল কার্যক্রম।”

উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম বলেন, “স্কুল পড়ুয়া শিক্ষার্থীদের মাঝে মেধা বিকাশসহ নিয়মিত শিক্ষার উৎসাহ বৃদ্ধি করার লক্ষ্যে সরকারের পক্ষ থেকে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এগুলো ছাত্রছাত্রীদের মাঝে ইতিবাচক প্রভাব ফেলবে।”

উক্ত উদ্যোগ শিক্ষার্থীদের পড়াশোনায় আগ্রহ ও মনোযোগ বৃদ্ধি করার পাশাপাশি শিক্ষাক্ষেত্রে সমতা ও উৎসাহ বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...