বিজ্ঞাপন
বুধবার (১৯ নভেম্বর) সকালে স্টেডিয়ামের অবকাঠামো, মাঠের উপযোগিতা এবং ক্রিকেট সুবিধাসমূহ ঘুরে দেখেন তিনি। পরিদর্শনের পরে নীলফামারী বড় মাঠে স্থানীয় ক্রিকেটার ও আয়োজকদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নিয়ে ক্রিকেট উন্নয়নের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।
সভায় স্থানীয় ক্রীড়া সংগঠকরা জানান, জেলায় মাঠ সংকট তীব্র হওয়ায় একই মাঠে ফুটবল, ক্রিকেটসহ বিভিন্ন খেলা আয়োজন করতে গিয়ে নিয়মিত সমস্যা দেখা দেয়। এতে খেলোয়াড়দের অনুশীলন ব্যাহত হচ্ছে এবং মানসম্পন্ন প্রতিযোগিতা আয়োজনেও প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে। বক্তারা জেলার ক্রিকেট উন্নয়নের স্বার্থে স্বতন্ত্র ক্রিকেট স্টেডিয়াম নির্মাণ, টেকসই পিচ, নিরাপদ প্র্যাক্টিস ভেন্যু, ড্রেসিং রুম এবং প্রয়োজনীয় ক্রিকেট সরঞ্জাম সরবরাহের দাবি জানান।
এ প্রসঙ্গে এইচ গ্রুপের বিসিবি চেয়ারম্যান আসিফ আকবর বলেন, “মাঠ সংকট দূরীকরণের জন্য এইচ গ্রুপ পর্যায়ক্রমে পরিকল্পিত উন্নয়ন কার্যক্রম গ্রহণ করবে। একই মাঠকে সচল রেখে সব ধরনের খেলাধুলা শৃঙ্খলার সঙ্গে আয়োজন করার উপায় নিয়েও স্থানীয় ক্রীড়া সংগঠকদের সঙ্গে আলোচনা করা হবে।”
সভার অন্য একটি গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় ছিল নারী ক্রিকেটারদের হেনস্তা সংক্রান্ত অভিযোগ। এ বিষয়ে আসিফ আকবর জানান, এটি অত্যন্ত গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। ইতোমধ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং আগামী ১৫ দিনের মধ্যে তদন্তের ফলাফলের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
পরিদর্শন শেষে তিনি নীলফামারীর ক্রীড়াঙ্গনের দীর্ঘমেয়াদি উন্নয়ন পরিকল্পনা গ্রহণ এবং ক্রিকেটসহ অন্যান্য খেলাধুলার প্রসারে সহযোগিতার আশ্বাস দেন।
এ সময় উপস্থিত ছিলেন বিসিবি ডাইরেক্টর হাসানুজ্জামান, মেম্বার সেক্রেটারি আরমানুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্র, জেলা ক্রীড়া সংস্থার জেলা কর্মকর্তা আবুল হাসেম, জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির সদস্য আবু মোহাম্মদ সোয়েম, মিজানুর রহমানসহ আরও অনেকে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...