Logo Logo

নীলফামারীতে এনসিপি'র জেলা অফিস উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত


Splash Image

নীলফামারীতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জেলা কার্যালয় উদ্বোধন উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।


বিজ্ঞাপন


বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকেলে শহরের ডালপট্টি বাজারে আয়োজিত অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টি জেলা সদস্য সচিব ও সংসদ সদস্য মনোনীত প্রার্থী ডা. কামরুল ইসলাম (দর্পন) সভাপতিত্ব করেন।

উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন জেলা আহ্বায়ক আব্দুল মজিদ। এছাড়া বক্তব্য রাখেন জেলার সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহ আজিজার রহমান, যুগ্ম আহ্বায়ক সামসুল হক শাহ, মোহাইমেনুর রহমান সানা, খয়রাত হোসেন শাহসহ ডোমার, ডিমলা, সৈয়দপুর, জলঢাকা ও কিশোরগঞ্জ উপজেলার প্রধান সমন্বয়কারীরা।

আলোচনা সভায় বক্তারা বলেন, “জাতীয় নাগরিক পার্টির সকল নেতাকর্মীকে একত্রিত হয়ে কাজ করতে হবে। আমরা যদি এক হয়ে কাজ করি, তবে কোনো অপশক্তি আমাদের রোধ করতে পারবে না। দলের সদস্যরা যদিও নবীন, তবু অনেকেই প্রবীণ অভিজ্ঞতা নিয়ে কাজ করছেন। নতুন বাংলাদেশ গঠনে জনগণের যে স্বপ্ন রয়েছে, তা আমরা একযোগে পূরণে অঙ্গীকারবদ্ধ।”

উল্লেখযোগ্যভাবে, অনুষ্ঠানে বক্তারা ২৪ জুলাই আন্দোলনে শহীদ ও আহত ব্যক্তিদের প্রতি বিশেষ দোয়া করেন। এছাড়া জেলা শাখার যুবশক্তির আহ্বায়ক মেহেদি হাসান আশিকসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে জেলা স্তরে এনসিপির কার্যক্রমকে শক্তিশালী করার পাশাপাশি রাজনৈতিক ঐক্য ও যুব নেতৃত্বকে জোরদার করার বার্তা প্রদান করা হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...