Logo Logo

খামেনির ওপর হামলার চেষ্টা নিয়ে সতর্ক ইরান


Splash Image

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি।

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ওপর হামলার চেষ্টা নিয়ে সতর্কতা দিয়েছে দেশটির গোয়েন্দা মন্ত্রণালয়। গোয়েন্দা মন্ত্রী ঈসমাইল খাতিব জানিয়েছেন, ইরানের শত্রুরা সুপ্রিম নেতাকে হত্যার পরিকল্পনা করতে পারে।


বিজ্ঞাপন


মন্ত্রী বলেন, “শত্রুরা সুপ্রিম নেতাকে টার্গেট করতে চায়। মাঝে মাঝে গুপ্তহত্যার চেষ্টার মাধ্যমে, মাঝে মাঝে নাশকতার মাধ্যমে।” তবে খামেনির বিরুদ্ধে বর্তমানে কোনো হামলার পরিকল্পনা করা হচ্ছে কি না তা স্পষ্ট করেননি তিনি।

ইরান সম্প্রতি বারবার খামেনির ওপর হামলার সম্ভাবনা নিয়ে সতর্কতা জারি করছে। চলতি বছরের জুনে ইসরায়েলের সঙ্গে ইরানের ১২ দিনের যুদ্ধ শুরু হয়। ওই যুদ্ধের সময় ইসরায়েল ইরানের সামরিক কর্মকর্তা, পরমাণু বিজ্ঞানীসহ বিভিন্ন স্থাপনায় হামলা চালায়। পরে যুক্তরাষ্ট্র তেহরানের পারমাণবিক অবকাঠামো লক্ষ্য করে হামলা চালায়।

তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, খামেনি তাদের জন্য “সহজ টার্গেট” হলেও তিনি হত্যার লক্ষ্য হবে না। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুও খামেনির হত্যার পরিকল্পনা স্বীকার করেননি।

গোয়েন্দামন্ত্রী আরও সতর্ক করেছেন, যারা সুপ্রিম নেতার ক্ষতির জন্য কাজ করে—চাওয়ার মতো বা না চাওয়ার মতো—তারা আসলে শত্রুর গুপ্তঘাতক হিসেবে কাজ করছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...